IND vs AUS: রাজকোটে পৌঁছে গেল মেন ইন ব্লু, দলে যোগ দিলেন বিরাট-রোহিত

India vs Australia, 3rd ODI: মোহালি, ইন্দোরের পর এ বার রাজকোটে 'অজি-বধ' করতে চায় ভারত। ওডিআই বিশ্বকাপের আগে ভারত এবং অস্ট্রেলিয়া দুই দলই শেষ আন্তর্জাতিক এক দিনের ম্যাচে মুখোমুখি হতে চলেছে। মেন ইন ব্লু ইতিমধ্যেই রাজকোটে পৌঁছে গিয়েছে। বিরাট-রোহিতরাও দলে যোগ দিয়েছেন।

IND vs AUS: রাজকোটে পৌঁছে গেল মেন ইন ব্লু, দলে যোগ দিলেন বিরাট-রোহিত
IND vs AUS: রাজকোটে পৌঁছে গেল মেন ইন ব্লু, দলে যোগ দিলেন বিরাট-রোহিত
Follow Us:
| Edited By: | Updated on: Sep 26, 2023 | 4:18 PM

রাজকোট: বিশ্বকাপের (Cricket World Cup 2023) আগে মেন ইন ব্লুর এখন লক্ষ্য অজিদের হোয়াইটওয়াশ করা। প্যাট কামিন্সের অস্ট্রেলিয়াকে (Australia) বিশ্বকাপের আগে ৩-০ ব্যবধানে হারাতে পারলে ভারতীয় ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়বে। এক ম্যাচ বাকি থাকতেই অবশ্য তিন ম্যাচের ওডিআই সিরিজ পকেটে পুরেছে ভারত (India)। আগামিকাল রাজকোটে অজিদের বিরুদ্ধে ভারতের শেষ ওডিআই ম্যাচ। ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেটাররা রাজকোটে পৌঁছে গিয়েছেন। বিসিসিআইয়ের সোশ্যাল মিডিয়া সাইট X এ সেই ভিডিয়ো শেয়ার করা হয়েছে। বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

সোশ্যাল মিডিয়া X এ ভাইরাল হওয়া ভিডিয়ো মারফত জানা গিয়েছে, ভারতীয় দলের সঙ্গে যোগ দিলেন নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলি। এই দু’জনই অজিদের বিরুদ্ধে প্রথম দুই ম্যাচে বিশ্রামে ছিলেন। রোহিতের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ২ ম্যাচে ভারতীয় দলের ক্যাপ্টেন হিসেবে দেখা গিয়েছিল লোকেশ রাহুলকে। রোহিত ফেরায় তৃতীয় ম্যাচে তিনিই নেতৃত্ব দেবেন।

রাজকোটে টিম হোটেলে বিরাট কোহলিকে উষ্ণ অভ্য়র্থনা জানানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল। কোহলি অজিদের বিরুদ্ধে বরাবরই খেলতে ভালোবাসেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪৬টি ওডিআইতে কোহলি এখনও অবধি ২১৭২ রান করেছেন। তাঁর গড় ৫২.৯৭ এবং স্ট্রাইক রেট ৯৫.৩৪। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরাটের ওডিআই কেরিয়ারে রয়েছে ১১টি অর্ধশতরান এবং ৮টি শতরান। সর্বাধিক ১২৩ রান।

অজিদের বিরুদ্ধে তৃতীয় ওডিআইতে খেলতে যাওয়ার আগে ভারত অধিনায়ক রোহিত শর্মার স্ত্রী ঋতিকা তাঁকে এয়ারপোর্টে ছাড়তে এসেছিলেন। সেই ভিডিয়োটি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

পরবর্তীতে রোহিতকে দেখা গিয়েছে জসপ্রীত বুমরা এবং চেতেশ্বর পূজারার সঙ্গে একই বিমানে রাজকোটে যেতে। রইল সেই ছবি।