AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WTC 2023-25 Fixtures: পরের বারও WTC ফাইনালে খেলবে ভারত? তৃতীয় চক্রের সূচি প্রকাশ্যে আসতেই চর্চা শুরু

India's WTC 2023-25 Fixtures : একদিকে ওভালে চলছে এ বারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। এর মাঝে WTC-র তৃতীয় চক্রের সূচি প্রকাশ্যে এসেছে। যা দেখার পর ভারতীয় সমর্থকরা খানিক স্বস্তি পেয়েছে। কারণ, ক্রিকেট মহলে আলোচনা চলছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রের সূচি অনুযায়ী সব কিছু ঠিক ঠাক এগোলো টানা তৃতীয় বার ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল পাকা।

WTC 2023-25 Fixtures: পরের বারও WTC ফাইনালে খেলবে ভারত? তৃতীয় চক্রের সূচি প্রকাশ্যে আসতেই চর্চা শুরু
পরের বারও WTC ফাইনালে খেলবে ভারত? তৃতীয় চক্রের সূচি প্রকাশ্যে আসতেই চর্চা শুরুImage Credit: ICC
| Edited By: | Updated on: Jun 11, 2023 | 4:32 PM
Share

নয়াদিল্লি : টেস্ট ক্রিকেটে নতুন মাত্রা এনে দিয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (World Test Championship)। এ বারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTC Final) চলছে ওভালে। মহারণে মুখোমুখি রোহিত শর্মার ভারত ও প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। আজ, রবিবার পাওয়া যাবে দ্য আল্টিমেট টেস্টের চ্যাম্পিয়নদের। ভারত দ্বিতীয় বার বিশ্ব টেস্ট ফাইনালে খেলছে। কিন্তু টিম ইন্ডিয়ার এই টেস্টে জয় বেশ কঠিন। একদিকে ওভালে চলছে টেস্ট বিশ্বের সেরা দল হওয়ার শেষ লড়াই, এর মাঝে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রের সূচি প্রকাশ্যে এসেছে। যদিও এখনও পর্যন্ত আইসিসির পক্ষ থেকে সূচি প্রকাশ করা হয়নি। এ বারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন যে দলই হোক না কেন, আগামী WTC-র সূচি (WTC 2023-25 Fixtures) দেখার পর থেকে ক্রিকেট মহলে আলোচনা চলছে, সব কিছু ঠিক ঠাক এগোলো টানা তৃতীয় বার ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল পাকা। এক ঝলকে TV9Bangla Sports এর এই প্রতিবেদনে দেখুন WTC-র তৃতীয় চক্রের সূচি।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রের সূচি অনুযায়ী আগামী ২ বছরে ভারত মোট ৬টি সিরিজ খেলবে। তার মধ্যে ৩টি হোম সিরিজ ও ৩টি অ্যাওয়ে সিরিজ খেলবে ভারত। অ্যাসেজ সিরিজ দিয়ে WTC-র নতুন চক্র শুরু হবে। আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে মোট ১৯টি ম্যাচে খেলবে ভারত। আগামী ২ বছর সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ খেলবে ইংল্যান্ড (২১টি)। রোহিত শর্মার ভারত যে ৬টি সিরিজ খেলবে তাতে ঘরের মাঠে টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও বাংলাদেশ। ভারতের ৩টি অ্যাওয়ে সিরিজে প্রতিপক্ষ হল – অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। ক্রিকেট মহলের মতে, ঘরের মাঠে তিন প্রতিপক্ষর বিরুদ্ধে সহজে জিতবে ভারত। আর সংশ্লিষ্ট মহলের ধারণা, অ্যাওয়ে সিরিজেও ভালো খেলবে ভারত। তা হলে ভারতের কাছে তৃতীয় বারের মতো বিশ্ব টেস্ট ফাইনালে ওঠা পাকা।

WTC-র তৃতীয় চক্রে কোন দেশ ক’টি টেস্টে খেলবে?

ভারত – আগামী WTC চক্রে ঘরের মাঠে নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও বাংলাদেশের বিরুদ্ধে খেলবে। আর অ্যাওয়ে সিরিজে খেলবে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে।

অস্ট্রেলিয়া – আগামী WTC চক্রে ঘরের মাঠে খেলবে ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিরুদ্ধে। অ্যাওয়ে সিরিজ খেলবে নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও ইংল্যান্ড বিরুদ্ধে।

ইংল্যান্ড – আগামী WTC চক্র শুরু হচ্ছে অ্যাসেজ সিরিজ দিয়ে। ঘরের মাঠে ইংল্যান্ড খেলবে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। অ্যাওয়ে সিরিজ খেলবে নিউজিল্যান্ড, ভারত ও পাকিস্তানের বিরুদ্ধে।

নিউজিল্যান্ড – আগামী WTC চক্রে ঘরের মাঠে খেলবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। আর অ্যাওয়ে সিরিজ খেলবে ভারত, বাংলাদেশের বিরুদ্ধে।

দক্ষিণ আফ্রিকা – আগামী WTC চক্রে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিরুদ্ধে হোম সিরিজে খেলবে দক্ষিণ আফ্রিকা। অ্যাওয়ে সিরিজ খেলবে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের বিরুদ্ধে।

পাকিস্তান – আগামী WTC চক্রে ঘরের মাঠে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলদেশের বিরুদ্ধে খেলবে পাকিস্তান। অ্যাওয়ে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিরুদ্ধে।

বাংলাদেশ – আগামী WTC চক্রে বাংলাদেশ ঘরের মাঠে খেলবে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে। আর অ্যাওয়ে সিরিজে খেলবে ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিরুদ্ধে।

ওয়েস্ট ইন্ডিজ – আগামী WTC চক্রে ভারত, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে খেলবে ক্যারিবিয়ানরা। অ্যাওয়ে সিরিজে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ওয়েস্ট ইন্ডিজ।

শ্রীলঙ্কা – আগামী WTC চক্রে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের বিরুদ্ধে হোম সিরিজ খেলবে শ্রীলঙ্কা। ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের বিরুদ্ধে অ্যাওয়ে টেস্ট সিরিজে খেলবে লঙ্কানরা।