AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India Tour of England: বাজ়বল বনাম জ্যাজ়বল, ক্যালেন্ডারে মার্ক করুন রোহিতদের ইংল্যান্ড সফরের সূচি

India vs England: নতুন বছরে ইংল্যান্ড সফর দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্র শুরু করবে ভারত। ইংল্যান্ডের মাটিতে গিয়ে ৫ টেস্টের সিরিজ খেলবেন রোহিত শর্মারা। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ওই টেস্ট সিরিজের সূচি ঘোষণা হয়েছে।

India Tour of England: বাজ়বল বনাম জ্যাজ়বল, ক্যালেন্ডারে মার্ক করুন রোহিতদের ইংল্যান্ড সফরের সূচি
India Tour of England: বাজ়বল বনাম জ্যাজ়বল, ক্যালেন্ডারে মার্ক করুন রোহিতদের ইংল্যান্ড সফরের সূচি Image Credit source: X
Follow Us:
| Updated on: Aug 22, 2024 | 5:31 PM

কলকাতা: প্রহর গোনার পালা এ বার শেষ… ক্যালেন্ডারে মার্ক করুন রোহিত শর্মার ভারতের ইংল্যান্ড সফরের (India Tour of England) সূচি। নতুন বছরে ইংল্যান্ড সফর দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্র শুরু করবে ভারত। ইংল্যান্ডের মাটিতে গিয়ে ৫ টেস্টের সিরিজ খেলবেন রোহিত শর্মারা। এ বার কি এই সিরিজ হবে বাজ়বল বনাম জ্যাজ়বল? ক্রিকেট প্রেমীরা সে কথাই যেন বলাবলি শুরু করেছেন। বিসিসিআইয়ের পক্ষ থেকে টিম ইন্ডিয়ার ইংল্যান্ড সফরের সূচি ঘোষণা করা হয়েছে। এক ঝলকে দেখে নিন কবে, কোথায় হবে ভারত-ইংল্যান্ডের ৫ টেস্টের সিরিজ।

দীর্ঘদিন পর ইংল্যান্ডে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট টিম। সে বার বিরাট কোহলির নেতৃত্বে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজে এগিয়েছিল টিম ইন্ডিয়া। সেই সময় ভারতীয় শিবিরে করোনা থাবা বসায়। তাই সিরিজের শেষ টেস্ট ম্যাচ ২০২২ সালে অনুষ্ঠিত হয়েছিল। সে বার জসপ্রীত বুমরার নেতৃত্বে ওই টেস্ট ম্যাচটি খেলে ভারত। তাতে সিরিজে সমতা ফেরায় ইংল্যান্ড।

এ বার নতুন বছরের জুন মাসে টিম ইন্ডিয়ার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্র শুরু হবে। হেডিংলেতে হবে ভারত-ইংল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচ। এ বছর ভারতের মাটিতে ইংল্যান্ড টিম এসেছিল টেস্ট সিরিজ খেলতে। সেখানে রীতিমতো দাপট দেখা গিয়েছিল টিম ইন্ডিয়ার তরুণ তুর্কি যশস্বী জয়সওয়ালের ব্যাটে। ইংল্যান্ডের বিরুদ্ধে বাজ়বলের জায়গায় দেখা গিয়েছিল জ্যাজ়বল। ৫ টেস্টের সিরিজ ৪-১ ব্যবধানে জেতে ভারত। সিরিজের সেরা হয়েছিলেন যশস্বী। প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে ইংল্যান্ডের বিরুদ্ধে এক টেস্ট সিরিজে ৭০০ কিংবা তার বেশি রানের রেকর্ড গড়েছিলেন তিনি। এ বারও কি তেমন কিছু দেখা যেতে পারে ভারতের ইংল্যান্ড সফরে? সময়ই বলবে।

২০২৫ সালে ভারত যে ইংল্যান্ড সফরে যাবে, দেখে নিন তার সূচি—

  • প্রথম টেস্ট – ২০-২৪ জুন, হেডিংলে, লিডস
  • দ্বিতীয় টেস্ট – ২-৬ জুলাই, এজবাস্টন, বার্মিংহ্যাম
  • তৃতীয় টেস্ট – ১০-১৪ জুলাই, লর্ডস, লন্ডন
  • চতুর্থ টেস্ট – ২৩-২৭ জুলাই, এমিরেটস ওল্ড ট্র্যাফোর্ড, ম্যাঞ্চেস্টার
  • পঞ্চম টেস্ট – ৩১-৪ জুলাই, দ্য কিয়া ওভাল, লন্ডন