AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

The Ashes: কাগুজে বাঘ! ইংল্যান্ডের ‘বাজবলকে’ কড়া আক্রমণ সুনীল গাভাসকরের

England and Australia: গাভাসকর নিজের কলামে লিখেছেন, “ইংল্যান্ডের বিভিন্ন খেলাধুলো নিয়ে যে লেখালেখি হয়, বাস্তবের সঙ্গে তার বিস্তর ফারাক। যারা কখনও সর্বোচ্চ স্তরে খেলেননি, তারাই সবচেয়ে বেশি হাইপ তৈরি করে। ফলে দল মাঠে কাগুজে বাঘ হিসেবে ধরা দিলে হতাশা মাত্রাতিরিক্ত হয়।

The Ashes: কাগুজে বাঘ! ইংল্যান্ডের ‘বাজবলকে’ কড়া আক্রমণ সুনীল গাভাসকরের
‘কাগুজে বাঘ’!
| Edited By: | Updated on: Jan 13, 2026 | 5:07 PM
Share

কলকাতা: ২০২৫-২৬ অ্যাসেজ সিরিজে ইংল্যান্ডের ৪-১ পরাজয়ের পর বিস্ফোরক মন্তব্য করলেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর। বেন স্টোকসের নেতৃত্বে ইংল্যান্ড দলকে তিনি বলেন “পেপার টাইগার”। বাংলায় তর্জমা করলে যা দাঁড়ায় ‘কাগুজে বাঘ’! সানি স্পষ্ট ভাষায় জানালেন, ‘বাজবল’ কার্যত ধার হারিয়েছে। দীর্ঘ সফর শেষে চরম হতাশ গ্রাস করেছে ইংল্যান্ডকে। ৫ টেস্টের সিরিজে মাত্র একটি টেস্টে জয় পেয়েছে তারা। গত ১৪ বছরে এটিই ছিল অস্ট্রেলিয়াযর মাটিতে ইংল্যান্ডের প্রথম টেস্ট জয়। পার্থ, ব্রিসবেন ও অ্যাডিলেডে প্রথম তিনটি টেস্ট হেরে মাত্র ১১ দিনের মধ্যেই সিরিজ হাতছাড়া করে ইংল্য়ান্ড। গাভাসকর বলেছেন, দর্শকদের কাছে ইংল্যান্ডের এই হার অপ্রত্যাশিত নয়। তবে তিনি সবচেয়ে তীব্র আক্রমণ করেছেন ইংলিশ মিডিয়াকে। যারা বাস্তবকে উপেক্ষা করে লাগাতার দলকে প্রশংসায় ভরিয়েছে বলে সানির অভিযোগ।

গাভাসকর নিজের কলামে লিখেছেন, “ইংল্যান্ডের বিভিন্ন খেলাধুলো নিয়ে যে লেখালেখি হয়, বাস্তবের সঙ্গে তার বিস্তর ফারাক। যারা কখনও সর্বোচ্চ স্তরে খেলেননি, তারাই সবচেয়ে বেশি হাইপ তৈরি করে। ফলে দল মাঠে কাগুজে বাঘ হিসেবে ধরা দিলে হতাশা মাত্রাতিরিক্ত হয়। অস্ট্রেলিয়ায় গিয়ে কিংবা ভারতে এসে টেস্ট সিরিজ জেতা ভীষণ কঠিন কাজ।”

যদিও সানি স্বীকার করে নিয়েছেন, সাম্প্রতিক কালে ভারতও বিদেশের মাটিতে টেস্ট খেলতে গিয়ে ধাক্কা খেয়েছে। গাভাসকরের যুক্তি, ২০২২ সালে ব্রেন্ডন ম্যাকালাম টেস্ট টিমের কোচ হওয়ার পর ইংল্যান্ড ক্রিকেটের হাল ফিরেছিল। নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জয়ের মাধ্যমে ‘বাজবল’ চমকে দিয়েছিল ক্রিকেট দুনিয়াকে। কিন্তু সেই চমক যে বেশিদিন ধরে রাখতে পারেনি ইংলিশ টিম, সেটাও স্পষ্ট করে দিয়েছেন তিনি।

ইংল্যান্ডের ব্যাটিং নিয়েও সমালোচনা করেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার। তাঁর মতে, মিডিয়া বিদেশের পিচকে দোষারোপের ঢাল হিসেবে ব্যবহার করেছে। ব্যাটাররাও পরিস্থিতি অনুযায়ী নিজেদের খেলা বদলায়নি। পুরো সিরিজে একমাত্র জো রুটই নিজের উইকেটের মূল্য বুঝেছেন। সবশেষে চূড়ান্ত আঘাত হানেন গাভাসকর, “আজ যাকে মিডিয়া ‘নির্ভীক ক্রিকেট’ বলে, তা অনেক সময় ‘কেয়ারলেস ক্রিকেটের’ মতো দেখায়।”