কলকাতা: দলীপ ট্রফির (Duleep Trophy 2024) দ্বিতীয় রাউন্ডের ম্যাচ আজ শুরু হয়েছে। একদিকে অনন্তপুরে মুখোমুখি মায়াঙ্ক আগরওয়ালের ইন্ডিয়া এ এবং শ্রেয়স আইয়ারের ইন্ডিয়া ডি। আর বেঙ্গালুরুর এম চিন্নাস্বামীতে মুখোমুখি অভিমন্যু ঈশ্বরণের ইন্ডিয়া বি ও ঋতুরাজ গায়কোয়াড়ের ভারত সি। দলীপ ট্রফির প্রথম রাউন্ডের ২টি ম্যাচ জিও সিনেমাতে দেখা গিয়েছিল। কিন্তু দ্বিতীয় রাউন্ডের দুটি ম্যাচ একসঙ্গে দেখার সুযোগ পাচ্ছেন না ক্রিকেট প্রেমীরা। দলীপে ইন্ডিয়া-এ ও ডি টিমের ম্যাচটির সম্প্রচার করছে জিও সিনেমা। কিন্তু ইন্ডিয়া-বি ও সি টিমের ম্যাচটির সরাসরি সম্প্রচার করছে না তারা। যা দেখতে না পেয়ে রেগে ব্যোম হয়েছেন ক্রিকেট প্রেমীরা। ক্ষোভও উগরে দিয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় ক্রিকেট প্রেমীরা দলীপের ইন্ডিয়া-বি ও সি টিমের ম্যাচ লাইভ দেখতে না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। ইন্ডিয়া-বি টিমের একাদশে সুযোগ পেয়েছেন সকলের প্রিয় রিঙ্কু সিং। দলীপের মতো ঘরোয়া ক্রিকেটে তাঁকে অ্যাকশনে দেখার অপেক্ষায় ছিলেন তাঁর অনুরাগীরা। কিন্তু এই ম্যাচের সরাসরি সম্প্রচার না হওয়ায় তাঁর ফ্যানেদের মন ভেঙেছে।
নেটদুনিয়ায় একাধিক ক্রিকেট প্রেমী এই ম্যাচ না দেখতে পেয়ে নিজেদের মতামত শেয়ার করেছেন। বোর্ডের উপর আঙুলও তুলেছেন অনেকে। ম্যাচ সম্প্রচার করার ক্ষেত্রে কেন এই ধরনের বৈষম্য, তা নিয়েও অনেকে সরব হয়েছে।
“Not telecasting the Duleep Trophy match between India B & C is a slap in the face of domestic cricket! @BCCI @BCCDomestic @JioCinema, sort out your priorities and give the fans what they want! #Shameful #TelecastNow“
— SACHIN (@NoMan_310) September 12, 2024
No live telecast for INDIA B vs INDIA C ? Shame on you @JioCinema 🤬🤬 #BCCI #DuleepTrophy2024 #IndBvIndC pic.twitter.com/f7QitpPihY
— Dr.Deepak Jain (@Deepakjain1827) September 12, 2024
জিও সিনেমা কেয়ারের পক্ষ থেকে কিছু কিছু ক্রিকেট প্রেমীদের বার্তার উত্তরে জানানো হয়েছে, যে ম্যাচ সম্প্রচার হচ্ছে, যা তারা প্রচার করতে পারছে সেটাই তুলে ধরা হচ্ছে। ক্রিকেট প্রেমীদের উৎসাহর ব্যপারে তারা অবগত। পরবর্তীতে কোনও আপডেট পাওয়া গেলে জানানো হবে, বলা হয়েছে।
Hi! We understand your excitement to watch all the events live on JioCinema, and we’d love to bring them to you if we could. However, we can only stream matches that are produced. Stay tuned for further updates.
— JioCinema Care (@JioCinema_Care) September 12, 2024