AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2025, RCB: ট্রফি জিততেই হবে…, সমর্থকদের সঙ্গে গলা মেলালেন আরসিবি তারকা

Royal Challengers Bengaluru: প্রতি মরসুমে পাশে থাকেন তাঁরা। না হলে মাঝরাতে এমন পাগলামি দেখা যায়! শনিবার রাতে সিএসকে-র বিরুদ্ধে জয়ের পর চিন্নাস্বামী স্টেডিয়ামের হাজার হাজার আরসিবি সমর্থক রাস্তায় অপেক্ষায়। টিম বেরোবে যে!

IPL 2025, RCB: ট্রফি জিততেই হবে..., সমর্থকদের সঙ্গে গলা মেলালেন আরসিবি তারকা
Image Credit: BCCI
| Updated on: May 05, 2025 | 12:30 AM
Share

কলকাতা: লয়্যালটির প্রসঙ্গ উঠলে উদাহরণ হিসেবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সমর্থকদের কথা বলা হয়। আইপিএলের ১৮তম সংস্করণ চলছে। এখনও অবধি ট্রফির মুখ দেখেনি। তবে দলের ব্যর্থতার পরেও সমর্থকদের ভালোবাসা একটুও কমেনি। প্রতি মরসুমে পাশে থাকেন তাঁরা। না হলে মাঝরাতে এমন পাগলামি দেখা যায়! শনিবার রাতে সিএসকে-র বিরুদ্ধে জয়ের পর চিন্নাস্বামী স্টেডিয়ামের হাজার হাজার আরসিবি সমর্থক রাস্তায় অপেক্ষায়। টিম বেরোবে যে!

ম্যাচ শেষে হোটেলে ফিরে যাওয়ার সময়ে টিম বাসের সামনে দলকে জয়ের শুভেচ্ছা জানানোর জন্য সমর্থকদের ভিড়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পরিস্থিতি আরও কঠিন। ভক্তদের ভিড় এতটাই বেশি ছিল যে, কোনওরকম দুর্ঘটনাও ঘটতে পারত। সকলের একটাই দাবি, ট্রফি জিততে হবে। রাস্তায় হাজার হাজার সমর্থকের এই উচ্ছ্বাস দেখে আরসিবি অলরাউন্ডার ক্রুণাল পাণ্ডিয়াও টিম বাসে বলতে থাকেন, ‘আরসিবির অনেক সমর্থক আছে। তাদের জন্য ট্রফি জিততেই হবে। ভাবুন যদি আমরা তা করতে পারি তা হলে কী হবে!’

তখন মাঝ রাত। নতুন তারিখও পড়ে গিয়েছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, ভিড়়ের জন্য বাসের গতিও বাড়ানো যাচ্ছিল না। আরসিবি… আরসিবি… ধ্বনিতে মুখর। বাসের সামনে দৌড়তে থাকা ভক্তদের থামানোর চেষ্টা করছেন পুলিশকর্মীরা। কিন্তু ভক্তদের ভালোবাসা আটকানো কঠিন। আরসিবি এ মরসুমে দুর্দান্ত পারফর্ম করছে। ট্রফির অন্যতম ফেভারিট ধরা হচ্ছে। তবে ক্রিকেট বড় নিষ্ঠুর। যতক্ষণ না হাতে ট্রফি উঠছে, ফেভারিট বলে কিছু নেই।