কলকাতা: সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। গ্রুপ লিগে ভালো শুরু করলেও বড় স্কোর আসছিল না রোহিতের ব্যাটে। হাইভোল্টেজ ফাইনালে ম্যাচ জেতানো ইনিংস। আইপিএলে আবারও কঠিন পরিস্থিতিতে মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন ক্যাপ্টেন রোহিত শর্মা। টানা দু-ম্যাচ হেরেছে টিম। প্রথম ম্যাচে ডাক, আমেদাবাদে জোড়া বাউন্ডারির পর বোল্ড। দুই ম্যাচেই ব্যর্থ। রোহিতের মতো তারকা ব্যাটার রান না পেলে যে প্রশ্ন উঠবে, এটাই স্বাভাবিক। আইপিএল শেষেই ইংল্যান্ড সফর। তার আগে রোহিতকে নিয়ে প্রশ্ন তুলে দিলেন দেশের প্রাক্তন ক্রিকেটার।
আন্তর্জাতিক ক্রিকেটেও রোহিতের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠছিল। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ, অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফি। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে একটি সেঞ্চুরিও করেছিলেন। চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে ৭৬ রানের একটি ভালো ইনিংস ছিল তাঁর। তবে আগের মতো ধারাবাহিকতা নেই। আইপিএলেও দু-ম্যাচের ব্যর্থতার পরই রোহিতকে নিয়ে নানা মন্তব্য উঠে আসছে।
দেশের প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকর জিওস্টারকে সাক্ষাৎকারে বলেন,”রোহিত নিজের জীবনের এমন একটি সময়ের মধ্যে রয়েছে, যেখানে তাকে রোজ প্রমাণ করার জন্য বাড়তি তাগিদ দেখাতে হয়। একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে! আজ থেকে চার বছর আগে রোহিতকে যে বিধ্বংসী মেজাজে দেখে অভ্যস্ত ছিলাম, সেই চেনা ছন্দে পাওয়া যাচ্ছে না আইপিএলে। এমন নয় যে চেষ্টা করছে না। কিন্তু সেই সাফল্য আসছে না।”
মুম্বই ইন্ডিয়ান্সে রোহিতের ওপেনিং পার্টনার প্রোটিয়া কিপার ব্যাটার রায়ান রিকলটন। প্রথম আইপিএল। দুই ম্যাচে চাপে দেখিয়েছে তাঁকেও। মঞ্জরেকরের মত, রায়ানকে মানিয়ে নেওয়ার জন্য আরও সময় দেওয়া উচিত মুম্বইয়ের। রায়ানকে নিয়ে বলেন,”রায়ান দক্ষিণ আফ্রিকার। ভারতীয় পিচে সেট হতে একটু সমস্যা হবে। তবে এর আগেও দক্ষিণ আফ্রিকার অনেক ব্যাটার আইপিএলে ভালো পারফর্ম করেছে। ডিভিলিয়ার্স, মিলার, হেনরিখ ক্লাসেন তারাও ভালো পারফর্ম করেছে পরবর্তীতে। আশা করি রিকলটনও ভালো করবে।”