ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ট্রফি জিতেছেন আধডজন। এর মধ্যে ক্যাপ্টেন হিসেবেই পাঁচ বার। টুর্নামেন্টের সফল দুই দল মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। দু-দলই পাঁচ বার করে ট্রফি জিতেছে। আর ক্যাপ্টেন হিসেবে পাঁচটি করে ট্রফি রোহিত শর্মা ও মহেন্দ্র সিং ধোনির। এখন তাঁরা আর ক্যাপ্টেন নন। দলের গুরুত্বপূর্ণ অংশ অবশ্যই। গত মরসুমে রিটেনশন অবধিও মুম্বই ইন্ডিয়ান্সের ক্য়াপ্টেন ছিলেন রোহিত শর্মাই। এরপর ট্রেডিংয়ে মুম্বই ইন্ডিয়ান্সে ফেরেন হার্দিক পান্ডিয়া। টিম ম্যানেজমেন্ট রোহিতকে সরিয়ে হার্দিককে ক্যাপ্টেন করে। গত মরসুমে এই নিয়ে একটা বড় অস্বস্তি ছিল। এ বার সব ঠিকঠাক। মুম্বই ফ্র্যাঞ্চাইজিকে ক্যাপ্টেন্সি করা এবং নতুন ভূমিকা সম্পর্কে খোলসা করলেন রোহিত শর্মা। কী বললেন হিটম্যান?
মুম্বই এ মরসুমে এখনও অবধি তিনটে ম্যাচ খেলেছে। কিন্তু হিটম্যানের ব্যাট সেই অর্থে জ্বলে ওঠেনি। সমর্থকরা প্রত্যাশায় রয়েছেন রোহিতের ব্যাটে ঝড় দেখার। ক্যাপ্টেন রোহিতকে সমর্থকরা আর কতটা মিস করেন বলা কঠিন। তবে ব্যাটার রোহিতের প্রতি যে সেই শ্রদ্ধা অটুট, বলার অপেক্ষা রাখে না। ক্যাপ্টেন্সি এবং টিমে নতুন ভূমিকা নিয়ে জিওস্টারকে রোহিত শর্মা নানা কথাই বলেছেন।
মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন ক্যাপ্টেন রোহিতের কথায়, ‘আমার সময় থেকে এখানে অনেক কিছুই পরিবর্তন হয়েছে। একটা সময় মিডল অর্ডারে ব্যাট করতাম, এরপর ওপেনিংয়ে আসি। একটা সময় ক্যাপ্টেন ছিলাম, এখন আর নই। একসঙ্গে চ্যাম্পিয়ন হওয়া অনেক সতীর্থই এখন কোচিংয়ে যুক্ত। প্রত্যেকের ভূমিকাই অনেকটা বদলে গিয়েছে। শুধুমাত্র মানসিকতাটা এক রয়ে গিয়েছে। টিমের জন্য কী করতে চাই, অবশ্যই ম্যাচ এবং ট্রফি জেতাটাই প্রধান লক্ষ্য। খেতাবের জন্যই মুম্বই ইন্ডিয়ান্স পরিচিত। আমাদের শুরুটা হয়তো ভালো হয়নি, এর আগেও এমন পরিস্থিতি থেকে চ্যাম্পিয়ন হয়েছি। নিজেদের উপর বিশ্বাস হারাইনি। মুম্বই ইন্ডিয়ান্স এমনই।’
টিমের শুরুটা খারাপ হলেও গত ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে। ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সকে একপেশে হারিয়েছে মুম্বই। প্লেয়ার হিসেবে রোহিত শর্মাও ঘুরে দাঁড়াবেন, সমর্থকরা সেই অপেক্ষাতেই রয়েছেন।