IPL 2022: অরেঞ্জ আর্মির উমরানের ওপর নজর রাখার পরামর্শ শাস্ত্রীর

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Mar 31, 2022 | 3:25 PM

Umran Malik: আইপিএলের (IPL) মঞ্চে গত বছর মরুশহরেই তাঁর গতি শোরগোল ফেলে দিয়েছিল। এ বারও তার অন্যথা হচ্ছে না।

IPL 2022: অরেঞ্জ আর্মির উমরানের ওপর নজর রাখার পরামর্শ শাস্ত্রীর
IPL 2022: অরেঞ্জ আর্মির উমরানের ওপর নজর রাখার পরামর্শ শাস্ত্রীর
Image Credit source: Twitter

Follow Us

মুম্বই: আইপিএলের (IPL) মঞ্চে গত বছর মরুশহরেই তাঁর গতি শোরগোল ফেলে দিয়েছিল। এ বারও তার অন্যথা হচ্ছে না। জম্বু ও কাশ্মীরের উমরান মালিকের (Umran Malik) গতির ঝড় রাঙিয়ে রাখছে আইপিএল। চলতি আইপিএলে তাঁকে দেখা যাচ্ছে সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) জার্সিতে। অরেঞ্জ আর্মি তাদের নয়া পেস সেনসেশেনকে এ বারের আইপিএলের নিলামের আগে রিটেইন করে রেখেছিল ৪ কোটি টাকায়। আইপিএল-১৫-তে হায়দরাবাদ সঞ্জু স্যামসনের (Sanju Samson) রাজস্থান রয়্যালসের কাছে ৬১ হেরেছে। কিন্তু ১৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায় বল করে উমরান ফের নজর কেড়েছেন। একই সঙ্গে কুড়িয়ে নিয়েছেন রবি শাস্ত্রীর (Ravi Shastri) প্রশংসাও।

এ বারের আইপিএলে ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যাচ্ছে বিরাট কোহলিদের প্রাক্তন হেডস্যারকে। সম্প্রচারকারী চ্যানেলে শাস্ত্রী উমরানের ব্যাপারে বলেন, “ওর মানসিকতাটা আমার ভালো লাগে। ওর এখন শুধুই শেখার সময়। ওর বলে বেশ গতি রয়েছে। ঠিক জায়গাতে ও যদি বল করতে পারে তা হলে ও অনেক ব্যাটারকে সমস্যায় ফেলতে পারবে। ওর সঙ্গে যোগাযোগ রাখতে হবে। ও কিন্তু অনেক দূর যেতে পারে, এ নিয়ে সন্দেহ নেই। ও ভারতের প্লেয়ার।”

একইসঙ্গে শাস্ত্রী জাতীয় নির্বাচকদের উমরানের দিকে নজর রাখার কথাও বলেন। তাঁর কথায়, “ওর সঙ্গে যোগাযোগটা ঠিক রেখে ব্যাপারগুলো বুঝিয়ে বলা উচিত। আমার মনে হয় ওকে জাতীয় দলের আশেপাশে রাখা উচিত। নির্বাচকদের যতটা সম্ভব ওর উপর বিশেষ নজর রাখতে হবে। এই করোনার সময়ে ভারতীয় দল যে বাড়তি স্কোয়াড নিয়ে সব জায়গায় যায়, সেই স্কোয়াডে ওকে রাখা যেতেই পারে।”

উল্লেখ্য, সঞ্জু স্যামসনদের বিরুদ্ধে ৪ ওভার বল করে ৩৯ রানের বিনিময়ে ২টি উইকেট (জস বাটলার ও দেবদত্ত পাড়িক্কাল) তুলে নিয়েছিলেন উমরান মালিক।

আরও পড়ুন: IPL 2022: ধোনির সঙ্গে কার তুলনা করলেন ফাফ?

আরও পড়ুন: IPL 2022 Points Table: লখনউ বনাম চেন্নাই ম্যাচের আগে জেনে নিন আইপিএলের পয়েন্ট টেবলে কোন দল রয়েছে কোথায়

আরও পড়ুন: IPL 2022 LSG vs CSK Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে লখনউ সুপার জায়ান্টস বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচ

Next Article