IPL 2022 LSG vs CSK Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে লখনউ সুপার জায়ান্টস বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচ
বৃহস্পতিবারের ম্যাচে মুখোমুখি লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) ও রবীন্দ্র জাডেজার চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)।
মুম্বই: আজ আইপিএলের ষষ্ঠ দিন। বৃহস্পতিবারের ম্যাচে মুখোমুখি লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) ও রবীন্দ্র জাডেজার চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। এ বারের আইপিএলের (IPL 2022) শুরুটা দুই দলের জন্যই ভালো হয়নি। আইপিএল-১৫-র উদ্বোধনী ম্যাচেই শ্রেয়স আইয়ারের কেকেআরের (KKR) কাছে হারতে হয়েছিল সিএসকেকে। আর অন্যদিকে এ বারের আইপিএলের দুই নতুন দলের লড়াইয়ে হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্সের কাছে হারতে হয়েছিল কেএল রাহুলের লখনউকে। ফলে দুই দলই জয়ে ফেরার জন্য ঝাঁপাবে। তাই বিশেষ নজর রাখতে হবে আজকের ম্যাচে।
লখনউ সুপার জায়ান্টস বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচটি কবে হবে?
লখনউ সুপার জায়ান্টস বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচটি (৩১ মার্চ) আজ, বৃহস্পতিবার হবে।
লখনউ সুপার জায়ান্টস বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচটি কোথায় হবে?
লখনউ সুপার জায়ান্টস বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচটি মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে হবে।
লখনউ সুপার জায়ান্টস বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে লখনউ সুপার জায়ান্টস বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচটি শুরু হবে সন্ধ্যে ৭.৩০ টায়। ম্যাচের আগে ৭ টায় টস হবে।
কোথায় দেখা যাবে লখনউ সুপার জায়ান্টস বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচের লাইভ স্ট্রিমিং?
লখনউ সুপার জায়ান্টস বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। এ ছাড়া দর্শকরা জিও টিভি অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং। পাশাপাশি আইপিএল ২০২২ এর প্রতিটি ম্যাচের লাইভ আপডেট দেখতে পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।
লখনউ সুপার জায়ান্টসের স্কোয়াড: কেএল রাহুল, মার্কাস স্টোইনিস, রবি বিষ্ণোই, কুইন্টন ডি’কক, আবেশ খান, জেসন হোল্ডার, মনীশ পান্ডে, দীপক হুডা, ক্রুণাল পান্ডিয়া, মার্ক উড, অঙ্কিত সিং রাজপুত, কৃষ্ণাপ্পা গৌতম, দুশমন্ত চামিরা, শাহবাজ নাদিম, মনন ভোরা, মৌসিন খান, আয়ুষ বাদোনি, কাইল মেয়ার্স, করণ শর্মা, এভিন লুইস, মায়াঙ্ক যাদব।
সিএসকে স্কোয়াড: রবীন্দ্র জাডেজা, মহেন্দ্র সিং ধোনি, মইন আলি, ঋতুরাজ গায়কোয়াড়, দীপক চাহার, ডোয়েন ব্র্যাভো, অম্বাতি রায়ডু, রবীন উথাপ্পা, কেএম আসিফ, তুষার দেশপান্ডে, শিবম দুবে, মহেশ থেকশানা, রাজবর্ধন হাঙ্গারগেকর, সিমরনজিৎ সিং, ডেভন কনওয়ে, ডোয়েইন প্রিটোরিয়াস, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, সুভ্রাংশু সেনাপতি, প্রশান্ত সোলাঙ্কি, সি হরি নিশান্থ, ক্রিস জর্ডান, এন জগদীশান, মুকেশ চৌধুরি, কে ভগত ভর্মা।
আরও পড়ুন: IPL 2022: কেকেআরের কোন প্লেয়ারের সঙ্গে রোহিতের তুলনা করলেন নাইটদের সহকারী কোচ?