Tilak Varma: গুরু গম্ভীরের বার্তাই বারুদ জ্বালিয়েছিল… অকপট তিলক ভার্মা

Jan 26, 2025 | 10:27 AM

IND vs ENG, 2nd T20I: ৫ ম্যাচের টি-২০ সিরিজে ফের এগিয়ে গেল টিম ইন্ডিয়া। জস বাটলারের ইংল্যান্ডের বিরুদ্ধে পরপর দুটো ম্যাচ জিতল সূর্যকুমার যাদবের ভারত।

Tilak Varma: গুরু গম্ভীরের বার্তাই বারুদ জ্বালিয়েছিল... অকপট তিলক ভার্মা
তিলক ভার্মা
Image Credit source: BCCI X

Follow Us

কলকাতা: টিমের প্রয়োজনে জ্বলে ওঠো। এই বার্তাই বরাবর দেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। চেন্নাইয়ে দলীয় ৭৮ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া। একের পর এক উইকেট হারালেও ইংল্যান্ডের কোনও বোলার তিলক ভার্মাকে (Tilak Varma) আটকাতে পারেননি। শেষ অবধি তাঁর ৭২ রানের অপরাজিত ইনিংসের সুবাদে ভারত ২ উইকেটে ম্যাচ জেতে। ম্যাচের সেরা হওয়ার পর তিলক জানান, গুরু গম্ভীরের বিশেষ পরামর্শই কাজে লেগেছে।

চিপকে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচের সেরার পুরস্কার হাতে নেওয়ার পর তিলক ভার্মা বলেন, ‘প্রথমেই বলব এখানে উইকেটটা একটু ডবল পেসড ছিল। আমি গতকালই গৌতম গম্ভীর স্যারের সঙ্গে এই নিয়ে কথা বলেছিলাম। উনি তখনই আমাকে পরিস্থিতি বুঝে খেলতে বলেছিলেন। দলের যেটা প্রয়োজন সেই অনুযায়ী খেলার কথা বলেছিলেন। যদি এক ওভারে ১০ রান প্রয়োজন, তা হলে চার্জ করতে হবে। একইসঙ্গে সতর্ক হয়ে ব্যাটও করতে হবে।’

এই খবরটিও পড়ুন

রবি বিষ্ণোই শেষের দিকে তিলক ভার্মার সঙ্গে জুটি বাঁধেন। রবির সঙ্গে নিজের পার্টনারশিপের কথা জানাতে গিয়ে তিলক বলেন, ‘আমি রবিকে বলেছিলাম ধরে খেলো। লাইন অনুযায়ী খেলো। ও লিভিংস্টোনের বিরুদ্ধে একটি ফ্লিক শট এবং এমন এক শট খেলেছিল যে ওই দুই বাউন্ডারি রান তাড়া আরও সহজ করে দেয়।’

টিম ইন্ডিয়াকে জেতানোর পাশাপাশি বিরাট কোহলির এক রেকর্ড ভেঙেছেন তিলক ভার্মা। ভারতীয় ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে টানা চার ইনিংসে অপরাজিত থেকে সর্বাধিক রান করেছেন তিলক ভার্মা। বিরাট কোহলির ছিল ২৫৮ রান। তিলক তাঁকে ছাপিয়ে ৩১৮ রান করেছেন। যার মধ্যে রয়েছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১০৭* ও ১২০*-র ইনিংসও।

Next Article