AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Asian Games 2023: বঙ্গতনয়া তিতাসের স্বপ্নপূরণ, জাতীয় দলে ডাক পেলেন; কামব্যাক রিচার

Team India Women squad for Asian Games: ১৯তম এশিয়ান গেমসের (Asian Games 2023) জন্য যে ভারতীয় মহিলা ক্রিকেট দল ঘোষণা করেছে বিসিসিআই তাতে রয়েছেন তিতাস। একইসঙ্গে জাতীয় কামব্যাক হয়েছে বাংলার উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষেরও (Richa Ghosh)।

Asian Games 2023: বঙ্গতনয়া তিতাসের স্বপ্নপূরণ, জাতীয় দলে ডাক পেলেন; কামব্যাক রিচার
বঙ্গতনয়া তিতাসের স্বপ্নপূরণ, জাতীয় দলে ডাক পেলেন; কামব্যাক রিচার
| Edited By: | Updated on: Jul 15, 2023 | 11:40 AM
Share

কলকাতা: অবশেষে স্বপ্নপূরণ। ভারতীয় মহিলা ক্রিকেটের সিনিয়র দলে ডাক পেলেন বাংলার পেসার তিতাস সাধু (Titas Sadhu)। সেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকেই নজর কেড়েছিলেন চুঁচুড়ার মেয়ে তিতাস। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্সের পর উদ্বোধনী উইমেন্স প্রিমিয়ার লিগেও সুযোগ পেয়েছিলেন তিতাস। ধাপে ধাপে ভারতের সিনিয়র দলের দিকে এগোচ্ছিলেন তিনি। এমার্জিং এশিয়া কাপেও খেলেছেন তিতাস। এ বার ১৯তম এশিয়ান গেমসের (Asian Games 2023) জন্য যে ভারতীয় মহিলা ক্রিকেট দল ঘোষণা করেছে বিসিসিআই তাতে রয়েছেন তিতাস। একইসঙ্গে জাতীয় কামব্যাক হয়েছে বাংলার উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষেরও (Richa Ghosh)। কেমন হল এশিয়ান গেমসের জন্য ভারতীয় মহিলা দলের স্কোয়াড? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

আসন্ন এশিয়ান গেমসের জন্য ১৫ সদস্যের মহিলা ক্রিকেট দল ঘোষণা করেছে বিসিসিআই। আগেই জানা গিয়েছিল, চিনের হাংঝাওতে পূর্ণশক্তির মহিলা ক্রিকেট দল পাঠাবে ভারত। তেমনটাই হচ্ছে। এই প্রথম বলার এশিয়ান গেমসে খেলবে ভারত। হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ভারত এ বারের এশিয়ান গেমসে খেলবে ১৯-২৮ সেপ্টেম্বর। এ বারের এশিয়া কাপে ক্রিকেট ম্যাচগুলি হবে টি-২০ ফর্ম্যাটে।

এ বারের এশিয়ান গেমসে বাংলা থেকে সুযোগ পেয়েছেন ৩জন ক্রিকেটার। তিতাস সাধু প্রথম বার সিনিয়র টিমে সুযোগ পেয়েছেন। অন্যদিকে বাংলাদেশ সফরে বাদ পড়েছিলেন রিচা ঘোষ। এশিয়ান গেমসের মূল স্কোয়াডে তিনি ফিরেছেন। আর অপর এক বঙ্গ তনয়া সাইকা ইসাকও সুযোগ পেয়েছেন এশিয়ান গেমসে। তিনি মূল স্কোয়াডে নেই। রয়েছেন স্ট্যান্ড বাইতে। ডব্লিউপিএলে সাইকা নজর কেড়েছিলেন। এ বার তিনি জাতীয় দলের ভাবনায় ঢুকে পড়লেন।

১৯তম এশিয়ান গেমসের জন্য ভারতের সিনিয়র মহিলা ক্রিকেটারদের স্কোয়াড – হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহঅধিনায়ক), শেফালি ভার্মা, জেমাইমা রডরিগজ, দীপ্তি শর্মা, রিচা ঘোষ, আমনজোৎ কৌর, দেবিকা বৈদ্য, অঞ্জলি সর্বাণী, তিতাস সাধু, রাজেশ্বরী গায়কোয়াড়, মিন্নু মনি, কনিকা আহুজা, উমা ছেত্রী, অনুষা বরেড্ডি।

স্ট্যান্ড বাই – হরলীন দেওল, কাশবী গৌতম, স্নেহ রানা, সাইকা ইসাক ও পূজা বস্ত্রকার।