
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দীর্ঘ সময় খেলেছেন মুম্বই ইন্ডিয়ান্স জার্সিতে। সাফল্যও পেয়েছেন। তবে এ মরসুমের আগে ঈশান কিষাণকে রিটেন করেনি মুম্বই ইন্ডিয়ান্স। অকশনেও তাঁর জন্য ঝাঁপায়নি মুম্বই ফ্র্যাঞ্চাইজি। তাঁর উপর ভরসা কমছিল, বলাই যায়। জাতীয় দলে দীর্ঘদিন সুযোগ পাননি। এর কারণ শুধুই পারফরম্যান্স নয়। শৃঙ্খলাজনিত কারণেই টিমের বাইরে। সদ্য ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত ভারত এ দলে সুযোগ পেয়েছেন ঈশান কিষাণ। টেস্ট টিমেও কি প্রত্যাবর্তন হবে? দল ঘোষণার ঠিক আগের রাতে নির্বাচকদের যেন বার্তা দিয়ে রাখলেন এই তরুণ কিপার ব্যাটার।
আইপিএলের মেগা অকশনে তাঁকে নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। শুরুটা হয়েছিল স্বপ্নের মতো। নতুন জার্সিতে প্রথম ম্যাচেই সেঞ্চুরি। সেটি ছিল আইপিএলের মঞ্চেও তাঁর প্রথম সেঞ্চুরি। কিন্তু একটা সেঞ্চুরির পরই ফর্ম হারান। পরপর ব্যর্থতা। ফলে এ-দলে জায়গা পেলেও টেস্ট স্কোয়াডে প্রত্যাবর্তন হবে কি না, এই নিয়ে বড় সংশয় তৈরি হয়েছিল। নির্বাচকদের যেন বেশ ভাবনায় ফেলে দিলেন ঈশান কিষাণ। আরসিবির বিরুদ্ধে মাত্র ৪৮ বলে ৯৪ রানের অপরাজিত ইনিংস। এর উপর ভর করে কি টেস্টেও সুযোগ মিলবে?
টেস্টে প্রথম চয়েস কিপার ঋষভ পন্থ। কিন্তু বর্ডার-গাভাসকর ট্রফিতে তাঁর পারফরম্যান্স ভরসা দেয়নি টিমকে। টি-টোয়েন্টিতে জায়গা হারিয়েছেন। ওয়ান ডে টিমে থাকলেও লোকেশ রাহুল একাদশে সুযোগ পাচ্ছিলেন। সেটা ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজেও দেখা গিয়েছিল। এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বেঞ্চেই কাটান পন্থ। আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার। ২৭ কোটিতে তাঁকে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস। ১৩ ম্যাচে মাত্র ১৫১ রান করেছেন। একটি মাত্র হাফসেঞ্চুরি।
টেস্ট টিমে আরও কিপারের বিকল্প রয়েছেন ধ্রুব জুরেল। এ বার লড়াইটা ত্রিমুখী। ঈশান কিষাণ, ঋষভ পন্থ এবং ধ্রুব জুরেল। পন্থের ফর্ম যথেষ্ট চিন্তার। কাল অর্থাৎ শনিবার দুপুরে ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের স্কোয়াড ঘোষণা করা হবে।