Hardik Pandya-Pat Cummins: প্লে-অফের দৌড়ে ছিটকে গিয়েছে দল, হার্দিক পান্ডিয়ার সঙ্গে টপ ফোরে কামিন্স!
Sunrisers Hyderabad-Delhi Capitals: প্লে-অফে যাওয়ার জন্য তুমুল লড়াই চলছে সাত দলের। এরই মধ্যে চলছে রেকর্ড গড়া ভাঙার খেলা। প্রতি ম্যাচেই হচ্ছে একের পর এক কারনামা। বোলার থেকে ব্যাটার আবার ফিল্ডাররাও গড়ছে একাধিক রেকর্ড। তেমনই এক রেকর্ডে সানরাইজার্স ক্যাপ্টেন।

কলকাতা: বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেট লিগ এখন রুদ্ধশ্বাস পর্যায়ে। দুটি দল প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছিল। সোমবার সেই তালিকায় যোগ হয়েছে সানরাইজার্স হায়দরাবাদও। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ প্লে-অফে যাওয়ার জন্য তুমুল লড়াই চলছে সাত দলের। এরই মধ্যে চলছে রেকর্ড গড়া ভাঙার খেলা। প্রতি ম্যাচেই হচ্ছে একের পর এক কারনামা। বোলার থেকে ব্যাটার আবার ফিল্ডাররাও গড়ছে একাধিক রেকর্ড। তেমনই এক রেকর্ডে সানরাইজার্স ক্যাপ্টেন।
আইপিএলে ১০ দলের মধ্যে একমাত্র বিদেশি ক্যাপ্টেন সানরাইজার্স হায়দরাবাদের। গত বার তাঁর নেতৃত্বেই রানার্স হয়েছিল। এ বার প্লে-অফের দৌড় থেকে বিদায়। আর সেই ম্যাচেই রেকর্ডবুকে প্যাট কামিন্স। বেশিরভাগ দলেরই ক্যাপ্টেনের দায়িত্বে রয়েছেন স্পেশালিস্ট ব্যাটার। মুম্বই, দিল্লির ক্যাপ্টেন অলরাউন্ডার। আইপিএলে স্পেশালিস্ট বোলার ক্যাপ্টেন? একমাত্র প্যাট কামিন্সই। তাঁর ব্যাটিংয়ের হাত ভালো। তবে অলরাউন্ডারের তালিকায় ধরা হয় না। আর এই বোলার-ক্যাপ্টেনই টপ ফোরে ঢুকে পড়লেন।
আইপিএলে ক্যাপ্টেনদের মধ্যে সেরা বোলিং পরিসংখ্যান রয়েছে হার্দিক পান্ডিয়ার। মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হার্দিক এ মরসুমে লখনউয়ের বিরুদ্ধে ৩৬ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন। একমাত্র ক্যাপ্টেন হিসেবে আইপিএলে ফাইফার। তালিকায় রয়েছেন রাজস্থানকে নেতৃত্ব দেওয়া শেন ওয়াটসনও। ২০১৪ সালে রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন হিসেবে হায়দরাবাদের বিরুদ্ধে মাত্র ১৩ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন। তিনিও অলরাউন্ডার।
তিন নম্বরে রয়েছেন হার্দিক পান্ডিয়াই। তবে সেটা গুজরাট টাইটান্সের ক্যাপ্টেন হিসেবে। ২০২২ সালে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ১৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন। হার্দিকদের এই তালিকায় যোগ দিলেন প্যাট কামিন্সও। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে বৃষ্টিতে মাঝপথে পণ্ড হওয়া ম্যাচে মাত্র ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন কামিন্স। আইপিএলে ক্যাপ্টেনদের মধ্যে চতুর্থ সেরা বোলিং পরিসংখ্যানের রেকর্ড সানরাইজার্স হায়দরাবাদের প্যাট কামিন্সের।
