IPL Team: প্রথমবারই চ্যাম্পিয়ন হয়েছিল, বিক্রি হয়ে যাচ্ছে আইপিএলের এই টিম!

Indian Premier League: সংস্থার ভ্যালুয়েশন ৪১ হাজার কোটি টাকা। দেশের অন্যতম সেরা মাল্টিন্যাশনাল কোম্পানি টোরেন্ট গ্রুপ। চেয়ারম্যান সুধীর মেহতা। তবে আইপিএলে তারা পা রাখবে কি না, এই সিদ্ধান্ত নেবেন সুধীর মেহতার ছেলে জিনল মেহতা।

IPL Team: প্রথমবারই চ্যাম্পিয়ন হয়েছিল, বিক্রি হয়ে যাচ্ছে আইপিএলের এই টিম!
Image Credit source: Vishal Bhatnagar/NurPhoto via Getty Images

Feb 11, 2025 | 3:53 PM

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগামী সংস্করণ শুরু হবে ২১ মার্চ। দশ দলের টুর্নামেন্ট। একটা সময় অবশ্য আটটি দল নিয়ে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু হয়েছিল। ২০২২ সালে আরও দুটি দল যোগ হয়। সেই দুটি হল গুজরাট টাইটান্স ও লখনউ সুপার জায়ান্টস। এ বারও শক্তিশালী দল গড়েছে এই দুই ফ্র্যাঞ্চাইজি। লখনউ অবশ্য প্লে-অফ অবধিই সীমাবদ্ধ থেকেছে। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ২০২২ সালে অভিষেকেই চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাট টাইটান্স। বিক্রি হয়ে যেতে পারে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়া গুজরাট টাইটান্স। এমনটাই খবর।

শুভমন গিলের নেতৃত্বাধীন গুজরাট টাইটান্সের মালিকানা রয়েছে CVC ক্যাপিটালস পার্টনারের। ২০২১ সালে CVC এই টিম কিনেছিল ৫৬২৫ কোটি টাকায়। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর খবর অনুযায়ী, টিমের মালিকানা বদলও হতে পারে।

আইপিএল ২০২৫-এই কি নতুন মালিক? গুজরাট টাইটান্সের অংশীদারিত্ব কেনার আগ্রহ দেখিয়েছে টোরেন্ট গ্রুপ। খুব তাড়াতাড়িই হয়তো এই চুক্তি হতে পারে। সরসারি সিলমোহর পড়লে আগামী আইপিএলেই নতুন মালিকের টিম হতে পারে গুজরাট টাইটান্স।

টোরেন্ট গ্রুপের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এই সংস্থার ভ্যালুয়েশন ৪১ হাজার কোটি টাকা। দেশের অন্যতম সেরা মাল্টিন্যাশনাল কোম্পানি টোরেন্ট গ্রুপ। এই সংস্থারই অন্যতম অংশ টোরেন্ট পাওয়ার ও টোরেন্ট ফার্মা। টোরেন্ট গ্রুপের চেয়ারম্যান সুধীর মেহতা। তবে আইপিএলে তারা পা রাখবে কি না, এই সিদ্ধান্ত নেবেন সুধীর মেহতার ছেলে জিনল মেহতা।