AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dwayne Bravo: কোচ বদল, ডোয়েন ব্র্যাভো এ বার নাইট রাইডার্সের বড় দায়িত্বে

Knight Riders: প্লে-অফে জায়গা করে নিতে পারেনি কেকেআর। আগামী মরসুমে তাঁকে কোচের ভূমিকাতেও দেখা যেতে পারে। আপাতত ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির কোচ করা হল ডোয়েন ব্র্যাভোকে।

Dwayne Bravo: কোচ বদল, ডোয়েন ব্র্যাভো এ বার নাইট রাইডার্সের বড় দায়িত্বে
Image Credit: PTI FILE
| Updated on: Jun 20, 2025 | 5:33 PM
Share

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্সে মেন্টর হিসেবে নিয়োগ করা হয়েছিল ক্যারিবিয়ান কিংবদন্তি ডোয়েন ব্র্যাভোকে। ২০২৪ সালে কেকেআরের মেন্টর ছিলেন গৌতম গম্ভীর। সে বার ট্রফিও জিতেছিল কলকাতা নাইট রাইডার্স। গম্ভীর জাতীয় দলের কোচ হওয়ার পর গত মরসুমে কেকেআরের মেন্টর হিসেবে আনা হয় ব্র্যাভোকে। যদিও প্লে-অফে জায়গা করে নিতে পারেনি কেকেআর। আগামী মরসুমে তাঁকে কোচের ভূমিকাতেও দেখা যেতে পারে। আপাতত ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির কোচ করা হল ডোয়েন ব্র্যাভোকে।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্সের কোচ ছিলেন ফিল সিমন্স। তিনি বাংলাদেশের কোচ হয়েছেন। ফলে টিকেআর-এ শূন্যতা ছিল। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভোকেই কোচ হিসেবে বেছে নিল শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। একটা সময় ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে দাপিয়ে খেলেছেন ব্র্যাভো। এ বার কোচ হিসেবে চ্যালেঞ্জ।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ২০১৩ থেকে ২০২৪ অবধি খেলেছেন ডিজে ব্র্যাভো। ১২৯ উইকেট নিয়েছেন। ত্রিনবানো নাইট রাইডার্সের হয়ে নয় মরসুম খেলেছেন। এ ছাড়াও সেন্ট কিটস এবং নেভিস প্যাটরিয়টসের হয়েও খেলেছেন। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ জিতেছেন পাঁচ বার। গত বছর আবু ধাবি নাইট রাইডার্সেও কোচিং করিয়েছেন ব্র্যাভো।