IND vs NZ: ফোকাস নষ্ট করছেন সরফরাজ, আম্পায়ারের কাছে নালিশ করতেই ঝাঁপিয়ে পড়লেন রোহিত
Sarfaraz Khan: ভারত-নিউজিল্যান্ড তৃতীয় টেস্টের লাঞ্চ বিরতির পর ঘটে ঘটনাটি। ৩২তম ওভারে ভারতের তরুণ ক্রিকেটার সরফরাজ খানকে সতর্ক করেন আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ। সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়েন রোহিত শর্মা।
কলকাতা: বাইশ গজে স্লেজিং নতুন ঘটনা নয়। টেস্ট ক্রিকেটে এর মাত্রাটা বরাবরই বেশি দেখা যায়। প্রতিপক্ষ দলের ক্রিকেটাররা অনেক সময় চান ক্রিজে থাকা ক্রিকেটারদের মনঃসংযোগে ব্যাঘাত ঘটাতে। মুম্বইতে চলছে ভারত-নিউজিল্যান্ডের (India vs New Zealand) তৃতীয় টেস্ট। স্বাভাবিকভাবেই সেখানে কিউয়ি ব্যাটারদের মনঃসংযোগে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করছেন ভারতীয় ক্রিকেটাররা। এরই মাঝে লাঞ্চ বিরতির পর সরফরাজ খানকে (Sarfaraz Khan) সতর্ক করেন আম্পায়ার। যা দেখে চুপ থাকেননি ভারত অধিনায়ক। তড়িঘড়ি আসরে নেমে পড়েন রোহিত শর্মা (Rohit Sharma)। কিন্তু কেন সরফরাজকে সতর্ক করলেন আম্পায়ার?
ভারত-নিউজিল্যান্ড তৃতীয় টেস্টের লাঞ্চ বিরতির পর ঘটে ঘটনাটি। ৩২তম ওভারে সরফরাজ খানকে সতর্ক করেন আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ। আসলে নিউজিল্যান্ডের ক্রিকেটার ড্যারেল মিচেল আম্পায়ারের কাছে নালিশ করেন সরফরাজকে নিয়ে। মিচেল জানান, শর্ট লেগে ফিল্ডিংরত সরফরাজ বিড়বিড় করছেন বলে তাঁর মনঃসংযোগে ব্যাঘাত ঘটছে। তখন ২৮ বলে ১১ রানে ছিলেন মিচেল।
এই খবরটিও পড়ুন
কিউয়ি ক্রিকেটারের অভিযোগ পেয়ে আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ যখন সরফরাজের সঙ্গে কথা বলছিলেন, সেই সময় এগিয়ে আসেন রোহিত শর্মা। তিনি আম্পায়ারকে বোঝানোর চেষ্টা করেন, তাঁর সতীর্থ কোনও ভুল করেননি। ক্ষণিকের মধ্যে সেখানে বিরাট কোহলিও এসে হাজির হন। সোশ্যাল মিডিয়ায় ওই ঘটনার সময়ের একাধিক ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, আম্পায়ারের সঙ্গে কথা বলার পাশাপাশি ড্যারেল মিচেলের সঙ্গেও কথা বলেন রোহিত।
#IndvNZ Sarfaraz Khan putting pressure…
Talking as Daryl Mitchell takes strike..
Daryl Mitchell complains to square leg umpire about this behaviour..
Rohit comes in and talks to mitchell..
Things heating up.. pic.twitter.com/KJqCs8Uzta
— Anurag Sinha (@anuragsinha1992) November 1, 2024
Daryl Mitchell complains about Sarfaraz Khan to the umpire.
Then captain Rohit Sharma has some chat with Mitchell. pic.twitter.com/FLIzbk3t83
— Vishal. (@SPORTYVISHAL) November 1, 2024
🚨Warning to Sarfaraz Khan. 😲 #INDvNZ pic.twitter.com/QSa6NnFKo1
— Ayush Bisht Sports (@ayushbisht1290) November 1, 2024
এ ছাড়াও মুম্বই টেস্টের প্রথম দিন ফিল্ডিংয়ের সময় সরফরাজের এক রিঅ্যাকশন নজর কেড়েছে ক্রিকেট প্রেমীদের। ওয়াশিংটন সুন্দর যখন রাচিন রবীন্দ্রর উইকেট তুলে নেন, সেই সময় স্কোয়ার লেগে ফিল্ডিংয়ে দাঁড়িয়েছিলেন সরফরাজ। রাচিন বোল্ড আউট হতেই দু’হাত ছড়িয়ে অঙ্গভঙ্গি করেন সরফরাজ। সেই ছবিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।