AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

MPL 2025, Jyotiraditya Scindia: মধ্যপ্রদেশ লিগের উদ্বোধন জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার, আরসিবি ক্যাপ্টেনের প্রশংসায় পঞ্চমুখ কেন্দ্রীয় মন্ত্রী

Madhya Pradesh League: গোয়ালিয়রে মধ্যপ্রদেশ লিগের দ্বিতীয় সংস্করণের উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। পাশাপাশি মধ্যপ্রদেশের ক্রিকেটার তথা আইপিএল জয়ী আরসিবি ক্যাপ্টেন রজত পাতিদারকেও প্রশংসায় ভরিয়ে দেন।

MPL 2025, Jyotiraditya Scindia: মধ্যপ্রদেশ লিগের উদ্বোধন জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার, আরসিবি ক্যাপ্টেনের প্রশংসায় পঞ্চমুখ কেন্দ্রীয় মন্ত্রী
Image Credit: OWN Arrangement
| Updated on: Jun 05, 2025 | 9:15 PM
Share

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৮তম সংস্করণ শেষ। দীর্ঘ টুর্নামেন্টের ফাইনাল হয়েছে মঙ্গলবার। রুদ্ধশ্বাস ম্যাচে পঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়ে চ্যাম্পিয়ন আরসিবি। প্রথম বার ট্রফি জিতেছে তারা। আইপিএল শেষ, এ বার শুরু হচ্ছে মধ্যপ্রদেশ লিগ। গত মরসুমেই শুরু হয়েছিল এই টুর্নামেন্ট। গোয়ালিয়রে মধ্যপ্রদেশ লিগের দ্বিতীয় সংস্করণের উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। পাশাপাশি মধ্যপ্রদেশের ক্রিকেটার তথা আইপিএল জয়ী আরসিবি ক্যাপ্টেন রজত পাতিদারকেও প্রশংসায় ভরিয়ে দেন।

ক্রিকেট তাঁর কাছে নতুন নয়। তবে মধ্যপ্রদেশ প্রিমিয়ার লিগের সঙ্গে যুক্ত হতে পারে নতুন করে একটা উন্মাদনা অনুভূব করছেন, এমনটাই জানান কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিদ্ধিয়া। ছেলেবেলার দিনগুলিও মনে পড়ছে। বাবার (প্রয়াত মাধবরাও সিদ্ধিয়া) সঙ্গে ছেলেবেলায় অনেক জায়গায় গিয়েছেন, অনেক তারকা ক্রিকেটারের সঙ্গে সাক্ষাতের সুযোগ হয়েছে, সেই অনুভূতিও ভাগ করে নেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। ক্রিকেট তাঁর কাছে শুধুই একটা খেলা নয়, সকলকে একত্রিত করার শক্তি। মধ্যপ্রদেশ লিগও তেমনই একটা টুর্নামেন্ট।

আরসিবিকে শুভেচ্ছা-সদ্য আইপিএল চ্যাম্পিয়ন হওয়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে শুভেচ্ছা জানান জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। আরও গর্বের বিষয়, আরসিবির প্রথম ট্রফির জয়ের অন্যতম নায়ক এবং ক্যাপ্টেন রজত পাতিদার মধ্যপ্রদেশের ক্রিকেটার। রজতের মধ্যে নেতৃত্বের যে দক্ষতা রয়েছে, তার প্রশংসায় পঞ্চমুখ।

মধ্যপ্রদেশ লিগের গত সংস্করণ অর্থাৎ উদ্বোধনী সংস্করণে শুধুমাত্র পুরুষদের টুর্নামেন্ট ছিল। এ মরসুমে পুরুষদের লিগে যেমন টিম বাড়ানো হয়েছে, তেমনই মহিলাদের টুর্নামেন্টও শুরু হয়েছে। এই বিষয়টিকে প্রশংসায় ভরিয়ে দেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিদ্ধিয়া। রাজ্যে ক্রিকেটের পরিকাঠামোর উন্নতি, প্রচার ও প্রসারে উচ্ছ্বসিত তিনি। ক্রিকেটের প্রতি সকলের আগ্রহ আরও বাড়ছে, এমনটাই মনে করেন।

মধ্যপ্রদেশ টি-টোয়েন্টি লিগকে ক্রিকেটের লঞ্চপ্যাডও বলছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এখান থেকে অনেক ক্রিকেটারেরই স্বপ্নের উড়ান হয়েছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের স্কাউটরা এই টুর্নামেন্টে নজর রাখেন। অনেক প্লেয়ারই যে কারণে সুযোগ পেয়েছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। আগামীতে তারা হয়তো জাতীয় দলেও সুযোগ পাবেন। এ বছরের আইপিএলে মধ্যপ্রদেশের ১১জন ক্রিকেটার সুযোগ পেয়েছিলেন।