Cricket Bizarre ভিডিয়ো: ভাগ্যবান গান্ধী! ৯৮ রানে ক্রিজে, উইকেট হেলে পড়ল কিন্তু…
T20 Cricket News: অন ফিল্ড আম্পায়ারও হতবাক বিষয়টি দেখে। তাঁরাও হাসতে থাকেন। এমন অদ্ভুত ঘটনা বিরল। অনেক ক্রিকেট প্রেমীই মন্তব্য করেন, এর চেয়ে সৌভাগ্য আর কিছু হয় না। ক্রিকেট মাঠে অন্তত না।

ক্রিকেট মানে বিনোদনও। সেটা ব্যাটারের চার-ছয়ই শুধু নয়, আরও নানা কারণেই বিনোদন হয়। কয়েকদিন আগে মহারাষ্ট্র প্রিমিয়ার লিগে দেখা গিয়েছিল, কিপার ব্যাটিং প্রান্তে থ্রো করেছেন, সেই প্রান্তের উইকেটও ভাঙে। পাশাপাশি একই থ্রোয়ে উল্টোপ্রান্তেও উইকেটে লাগে বল। নন স্ট্রাইকারে থাকা ব্যাটার কিছুই বুঝতে পারেননি। রান আউট হয়ে ফিরতে হয় তাঁকে। বিগ ক্রিকেট লিগের ম্যাচে এমনই এক আশ্চর্য ঘটনা। ভাগ্যবান ব্যাটারের নাম গান্ধী। ৯৮ রানে সে সময় ব্যাট করছিলেন।
সুরাটের বিগ ক্রিকেট লিগে যা ঘটেছে, তা বিনোদনের চেয়ে কম নয়। তেমনই ব্যাটারকে ভাগ্যবান বলতেই হয়। কারণ, ৯৮ রানে ক্রিজে! ফিজিক্সকেও যেন হার মানায় এই ঘটনা। তারই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। এই ভিডিয়ো হাসির বিষয়ও হয়ে দাঁড়িয়েছে, অনেকে স্রেফ মজা ধরলেও বোলারের অবস্থা আরও করুণ। ইউপি ব্রিজ স্টার্স বনাম এমপি টাইটার্সের মধ্যে ম্যাচ চলছিল। ঘটনাটি যদিও গত ১৫ ডিসেম্বরের। হঠাৎই সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো শেয়ার করে লেখা হচ্ছে, পৃথিবীর অষ্টম আশ্চর্য।
ব্যাটিংয়ে ছিলেন চিরাগ গান্ধী। ৯৮ রানে অপরাজিত। স্পিনার পবন নেগির একটি ডেলিভারিতে কাট করেন চিরাগ। ব্যাটে বল লেগে অফস্টাম্পে জোরালো ভাবে লাগে। যার ফলে অফ স্টাম্প হেলে মিডল স্টাম্পের দিকে। ফিল্ডিং টিমের ক্রিকেটাররা আউটের সেলিব্রেশন শুরু করে দিয়েছেন। কিন্তু এখানেই টুইস্ট। অফ স্টাম্প হেলে পড়লেও বেল কিন্তু তখনও স্টাম্পের উপর অক্ষত। যা অবাক করার মতোই।
অন ফিল্ড আম্পায়ারও হতবাক বিষয়টি দেখে। তাঁরাও হাসতে থাকেন। এমন অদ্ভুত ঘটনা বিরল। অনেক ক্রিকেট প্রেমীই মন্তব্য করেন, এর চেয়ে সৌভাগ্য আর কিছু হয় না। ক্রিকেট মাঠে অন্তত না। ক্রিকেটে অনেক সময় দেখা গিয়েছে, স্টাম্প ছুঁয়ে বল যেতে, কিন্তু বেল নড়েনি। আবার প্লেড অনের পরিস্থিতিতেও বেল এমন ছিল দেখা গিয়েছে। কিন্তু স্টাম্প হেলে পড়ার পরও বেল-ব্যালান্সে রয়েছে, এমন ঘটনা ভাগ্য ছাড়া আর কীই বা বলা যায়!
I’ve never seen better luck than this in cricket. He was on 98* btw 😭🙏 pic.twitter.com/NCI2TZGr8P
— Kusha Sharma (@Kushacritic) June 8, 2025





