
কলকাতা: এক সময় ক্রিকেটটাই ছেড়ে দেবেন ঠিক করেছিলেন। সাফল্য ছিল না। মিস্ট্রি বোলার তাঁর রহস্যটাই হারিয়ে ফেলেছিলেন। ভারতীয় টিমের হয়ে তো বটেই, আইপিএলে কেকেআরের হয়েও সেভাবে সাফল্য মেলেনি। হতাশায় ডুবে থাকা ক্রিকেটার যখন ক্রিকেট ছেড়ে অন্য কিছুর ভাবনায় ডুবে, তখনই অবিশ্বাস্য ডাক পেয়েছিলেন ভারতীয় দলে। না হলে হয়তো হারিয়েই যেতেন। সেই ফিরে আসাই আবার প্রচারে ফিরিয়েছেন। ভক্তরা নতুন করে চিনেছেন ম্যাচ উইনার স্পিনারকে। সেই বরুণ চক্রবর্তী এশিয়া কাপের ঠিক আগে টি-টোয়েন্টি ক্যাপ্টেন সূর্যকুমার যাদব ও কোচ গৌতম গম্ভীরকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। কী বলেছেন তিনি?
বরুণ বলেছেন, ‘সূর্য আর গৌতম গম্ভীর আমার প্রত্যাবর্তনের ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছিল। বাংলাদেশ সফরের আগে সূর্য আমাকে বলেছিল, তোমার দিকে নজর আছে আমার। দেখা যাক কী হয়, তবে তোমাকে দলে চাই। সূর্য অনেকটা রোহিত শর্মার মতো ক্যাপ্টেন। টেকটিক্যালি ভীষণ ভালো ক্যাপ্টেন। মুম্বই ইন্ডিয়ান্স ওকে এমন কিছু দিয়েছে যা ওকে ভালো ক্যাপ্টেন হিসেবে গড়ে তুলেছে। ভীষণ ভালো মনের মানুষ। বোলারদের উপর কখনও চাপ তৈরি করে না। ওর মতো ক্য়াপ্টেন পাওয়া বোলারদের কাছে বড় ব্যাপার।’
রেভ স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে বরুণ একই সঙ্গে বলেছেন, ‘গোতিভাইও প্রত্যাবর্তনের জন্য প্রচুর সাহায্য করেছে। প্রচুর মোটিভেট করেছে। আমরা যদিও কম কথা বলি, কিন্তু সব সময় আত্মবিশ্বাস দিয়েছে। বরাবর বলেছেন, কে তোমাকে অগ্রাহ্য করল, সেটা বড় কথা নয়। আমি তোমাকে আমার পরিকল্পনার মধ্যেই রাখব। কোনও কোচ যখন এটা বলেন, তখন প্লেয়ারের মধ্যে আত্মবিশ্বাস বেড়ে যায়। মেন্টর হিসেবে গোতিভাই কেমন জিজ্ঞেস করলে বলব, ড্রেসিংরুমে একটা সৈনিকের মনোভাব তৈরি করে রাখেন। যুদ্ধের জন্য সদা প্রস্তুত। কেকেআরে যখন গোতিভাই কাজ করেছেন, টিম কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। সদ্য শেষ হওয়া ইংল্যান্ড সফরের দিকে তাকিয়ে দেখুন, টিমের মধ্যে বাড়তি এনার্জি যোগ করেছিলেন। যেটা খুব গুরুত্বপূর্ণ। জয় আসুক আর নাই আসুক, যে কোনও প্লেয়ার তার সর্বস্ব নিয়ে হাজির থাকে।’