
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন মরসুম শুরু হচ্ছে ২২ মার্চ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআর খেলবে উদ্বোধনী ম্যাচ। কলকাতার ইডেন গার্ডেন্সে শুরুতেই মহারণ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে নাইট রাইডার্স। সরকারি ভাবে কেকেআর এখনও ক্যাপ্টেন ঘোষণা করেনি। আইপিএলে কেকেআরের রিটেনশন তালিকায় ছিলেন রিঙ্কু সিং। প্রাথমিক ভাবে মনে করা হয়েছিল, তাঁকেই হয়তো ক্যাপ্টেন হিসেবে ভাবছে কেকেআর। মেগা অকশনে ভেঙ্কটেশ আইয়ারকে বিশাল দরে নেয় নাইট রাইডার্স। তখন যেন নিশ্চিত হয়ে গিয়েছিল, ভেঙ্কটেশই নেতৃত্ব পেতে চলেছেন। মেগা অকশনের দ্বিতীয় দিন অজিঙ্ক রাহানেকে নেয় কেকেআর। এরপর থেকে শুধু জল্পনাই চলছে। ভেঙ্কটেশ নাকি রাহানে, কে পাবেন নেতৃত্ব?
ইতিমধ্যেই আইপিএলের প্রস্তুতি শুরু করে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আপাতত ঘরোয়া ক্রিকেটারদের নিয়েই চলছে শিবির। রিঙ্কু সিং, ভেঙ্কটেশ আইয়ার, বৈভব অরোরা, মায়াঙ্ক মার্কন্ডেরা ছিলেন। রঞ্জি সেমিফাইনালে বিদায়ের পর মুম্বই ক্যাপ্টেন অজিঙ্ক রাহানেও যোগ দিয়েছেন কেকেআরের শিবিরে। টিম ম্যানেজমেন্ট কার নাম ঘোষণা করবে, তা এখনও রহস্য। যদিও ভেঙ্কটেশ আইয়ার বলছেন, তিনি কেকেআরের ক্যাপ্টেন্সির জন্য পুরোপুরি প্রস্তুত।
ক্যাপ্টেন্সির তেমন অভিজ্ঞতা নেই ভেঙ্কটেশ আইয়ারের। তবে ইএসপিএনক্রিকইনফোকে এক সাক্ষাৎকারে ভেঙ্কটেশ আইয়ার বলেন, ‘অবশ্যই…অবশ্যই আমি রেডি। আমি সব সময়ই বলে এসেছি, ক্যাপ্টেন্সি শুধুমাত্র একটা তকমা। আমি লিডারশিপে বিশ্বাস করি। লিডারের ভূমিকা আরও বড়। নেতৃত্বের জন্য ক্যাপ্টেন্সির তকমাটা জরুরি নয়। নিজে ভালো পারফর্ম করে বাকিদের জন্য উদাহরণ হয়ে উঠতে হবে। তরুণ প্রজন্মের কাছে আদর্শ হতে হবে। যেটা আমি রাজ্য দলের হয়ে চেষ্টা করেছি। আমি কিন্তু মধ্য প্রদেশের ক্যাপ্টেন ছিলাম না। তবে সবটাই ব্যক্তিগত মত।’