India Tour Of South Africa: সাফল্য পেতে কোহলির পরামর্শ নেবেন ভেঙ্কটেশ
দক্ষিণ আফ্রিকা (South Africa) উড়ে যাওয়ার আগেই নিজের পরিকল্পনা সাজিয়ে ফেলেছেন ভেঙ্কটেশ আইয়ার। প্রোটিয়া সফরে সাফল্য পেতে বিরাট কোহলির (Virat Kohli) কাছ থেকে পরামর্শ নিতে চান তিনি। জাতীয় দলের হয়ে প্রথম বিদেশ সফর। তাই চ্যালেঞ্জ অনেকটা বেশি। এক সাক্ষাত্কারে ভেঙ্কটেশ বলেন, 'আমাদের দলে দক্ষিণ আফ্রিকায় খেলার অভিজ্ঞতা অনেকেরই আছে। তবে দক্ষিণ আফ্রিকার পরিবেশ নিয়ে বিরাটের সঙ্গে আলাদা কথা বলতে চাই। ওখানকার পিচের চরিত্র কেমন, আবহাওয়া কতটা ফ্যাক্টর- ওর এই অভিজ্ঞতাগুলো আমার কাজে লাগবে। দলের সমস্ত ক্রিকেটারদের থেকেই কিছু না কিছু শিখতে চাই।'
নয়াদিল্লি: আইপিএলে (IPL) ভালো পারফর্ম করতেই জাতীয় টি-২০ দলে ডাক পেয়েছিলেন। বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy) দুরন্ত পারফরম্যান্সের পর এবার জাতীয় দলে একদিনের স্কোয়াডেও ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। দক্ষিণ আফ্রিকা সফরে নিজের সেরাটা তুলে ধরতে তৈরি নাইট রাইডার্সের অলরাউন্ডার। হার্দিক পান্ডিয়ার বিকল্প হিসেবে ভেঙ্কটেশ আইয়ারকেই দেখছেন নির্বাচকরা।
দক্ষিণ আফ্রিকা (South Africa) উড়ে যাওয়ার আগেই নিজের পরিকল্পনা সাজিয়ে ফেলেছেন ভেঙ্কটেশ আইয়ার। প্রোটিয়া সফরে সাফল্য পেতে বিরাট কোহলির (Virat Kohli) কাছ থেকে পরামর্শ নিতে চান তিনি। জাতীয় দলের হয়ে প্রথম বিদেশ সফর। তাই চ্যালেঞ্জ অনেকটা বেশি। এক সাক্ষাত্কারে ভেঙ্কটেশ বলেন, ‘আমাদের দলে দক্ষিণ আফ্রিকায় খেলার অভিজ্ঞতা অনেকেরই আছে। তবে দক্ষিণ আফ্রিকার পরিবেশ নিয়ে বিরাটের সঙ্গে আলাদা কথা বলতে চাই। ওখানকার পিচের চরিত্র কেমন, আবহাওয়া কতটা ফ্যাক্টর- ওর এই অভিজ্ঞতাগুলো আমার কাজে লাগবে। দলের সমস্ত ক্রিকেটারদের থেকেই কিছু না কিছু শিখতে চাই।’
রোহিত শর্মা (Rohit Sharma) চোট পেয়ে ছিটকে গিয়েছেন প্রোটিয়া সফর থেকে। একদিনের সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল (KL Rahul)। ভেঙ্কটেশ বলেন, ‘রাহুল খুব ভালো নেতা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আমরা একসঙ্গে খেলেছি। নেতা রাহুলের অধীনে খেলতে মুখিয়ে আমি। প্রোটিয়া সফরে ওর থেকে অনেক কিছু শিখতে চাই। আমি নিশ্চিত রাহুলের ক্যাপ্টেন্সিতে আমরা সিরিজ জিতে দেশে ফিরব।’
পারফেক্ট অলরাউন্ডার হিসেবেই দলে ঠাঁই মিলেছে। তাই ব্যাটিং-বোলিং উভয় দিকেই বাড়তি নজর দিচ্ছেন ভেঙ্কটেশ আইয়ার। দক্ষিণ আফ্রিকার উইকেটে ডান হাতি মিডিয়াম পেসার ভেঙ্কটেশ বিপজ্জনক হতে পারেন। সেটা ভালোই জানেন। একই সঙ্গে ব্যাটিংয়েও আরও পরিণত হতে চান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে বোলিং করেছিলেন। ৩ ওভারে মাত্র ১২ রান দিয়েছিলেন। পেয়েছিলেন অ্যাডাম মিলনের উইকেট। একদিনের ক্রিকেট সম্পূর্ণ আলাদা। ৫০ ওভারের ক্রিকেটে নিজের গুরুত্ব বোঝাতে তত্পর ভেঙ্কটেশ আইয়ার।
আরও পড়ুন: India vs South Africa: পিঠের চোটে জো’বার্গ টেস্ট থেকে ছিটকে গেলেন বিরাট