
কলকাতা: ক্রীড়াক্ষেত্রে বয়স ভাঁড়ানোর ঘটনা মাঝে মাঝে উঠে আসে। কোনও নির্দিষ্ট একটি খেলাতেই যে এমনটা হয়, তা নয়। অনেকে এই বয়স ভাঁড়িয়ে খেলার ফলে নির্বাসিতও হন। জুনিয়র ও বয়সভিত্তিক পর্যায়ে ক্রিকেট হোক বা ফুটবল, কিংবা অন্য কোনও খেলা বহু প্লেয়ারদের বিরুদ্ধে বয়স ভাঁড়ানোর অভিযোগ উঠেছে অতীতে। এ বার নাম না করে দেশের প্রাক্তন বক্সার বিজেন্দর সিং এক তরুণ ক্রিকেটারের বিরুদ্ধে বয়স ভাঁড়ানোর অভিযোগ করেছেন। বর্তমানে লাইমলাইটে বিহারের সমস্তিপুরের ছেলে বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। আইপিএলে কনিষ্ঠ ভারতীয় প্লেয়ার হিসেবে বৈভব সেঞ্চুরির নজির গড়েছেন। নেটিজ়েনদের অনেকেই মনে করছেন যে, ১৪ বছরের বৈভবকে নিশানা করেছেন বিজেন্দর।
নিজের এক্স হ্যান্ডেলে ভারতের প্রাক্তন তারকা বক্সার বিজেন্দর লিখেছেন, ‘ভাই আজকাল তো দেখছি ক্রিকেটেও বয়স কমিয়ে অনেকে খেলে চলেছে।’ বিজেন্দরের ওই পোস্টে অনেকেই কমেন্টে বৈভবের নাম উল্লেখ করেছেন। একজন লিখেছেন, ‘আপনি কি বৈভব সূর্যবংশীর কথা বলছেন?’
Vaibhav suryawanshi ki baat kar rahe ho kya
— Aditya Aman (@AdityaAman_20) April 30, 2025
প্রসঙ্গত, বয়স বাড়িয়ে বা কমিয়ে কোনও ক্রিকেটারের খেলা নিয়ে বিসিসিআই খুবই কড়া। কোনও প্লেয়ার যদি বয়স ভাঁড়িয়ে খেলে থাকেন, এবং তা বোর্ডের নজরে পড়ে, তা হলে সেই ক্রিকেটারকে নির্বাসনের খাঁড়ার মুখে পড়তে হয়। অতীতে এই ঘটনায় অভিযুক্ত একাধিক ক্রিকেটার নির্বাসিত হয়েছেন। বোর্ডের নিয়ম অনুযায়ী, বয়স ভাড়ানোর অভিযোগে দোষী সাব্যস্ত হলে সেই ক্রিকেটার ২ বছরের জন্য ব্যান হন।