Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vipraj Nigam: কুড়িতেই প্রতিপক্ষর বিপি বাড়িয়ে দিচ্ছেন আইপিএলের নতুন স্টার ‘বিপ্পি’!

DC, IPL 2025: আইপিএলে ৪ ম্যাচে ৫টি উইকেট নিয়েছেন বিপরাজ। প্রতিটি ম্যাচে রান দেওয়ার ক্ষেত্রে ক্রমশ 'কিপ্টে' হয়েছেন। ক্রিকেটের যে কোনও ফরম্যাটেই যা খুবই গুরুত্বপূর্ণ। এটাই তাঁর গুণ।

Vipraj Nigam: কুড়িতেই প্রতিপক্ষর বিপি বাড়িয়ে দিচ্ছেন আইপিএলের নতুন স্টার 'বিপ্পি'!
কুড়িতেই প্রতিপক্ষর বিপি বাড়িয়ে দিচ্ছেন 'বিপ্পি'!
Follow Us:
| Updated on: Apr 12, 2025 | 3:32 PM

কলকাতা: আইপিএল (IPL) জন্ম দিচ্ছে একঝাঁক মণিমুক্তোর। তাঁদের মধ্যে থেকে অনেকেই সরাসরি জায়গা করে নিচ্ছেন জাতীয় দলে। আর এই মণিমুক্তের খোঁজ নীরবে চালিয়ে যাচ্ছেন আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির স্কাউটিং টিমের কোচরা। এই মরসুমে বিপরাজ নিগম (Vipraj Nigam) নামে এমনই এক মুক্তোর জন্ম দিয়েছে দিল্লি ক্যাপিটালস। ৪টি ম্যাচেই প্রমাণ করে দিয়েছেন, লম্বা রেসের ঘোড়া তিনি। লেগস্পিনার এতটাই ভালো খেলছেন যে, তাঁর প্রশংসায় পঞ্চমুখ কিংবদন্তি ক্রিকেটার কেভিন পিটারসনও।

দিল্লি স্কাউটিং টিমের বিশেষ প্রশংসা করেছেন পিটারসন। বিপরাজের মধ্য়ে তিনি ভারতীয় দলের একনিষ্ঠ সদস্য হওয়ার দায়বদ্ধতা ও পরিশ্রম লক্ষ্য করেছেন। দিল্লি টিমে বিপরাজের নাম হয়ে উঠেছে ‘বিপ্পি’! সেই তিনিই প্রতিপক্ষর ‘বিপি’ বাড়িয়ে দিচ্ছেন। এক্স হ্যান্ডেলে একটি পোস্টে লিখেছেন, ‘বিপ্পির মধ্যে ভারতীয় দলের একনিষ্ঠ সদস্য হওয়ার মতো মশলা রয়েছে। ও খুবই পরিশ্রমী। মুগ্ধ করে দেওয়ার মতো ছেলে। আর অনেকটা প্রশংসা দিল্লির স্কাউটিং টিমের জন্যও। ওরা কিন্তু ধারাবাহিক ভাবে দারুণ কাজ করে যাচ্ছে।’

২০ বছরের বিপরাজ প্রথমবার সবার নজর কেড়েছিলেন উত্তরপ্রদেশ টি-টোয়েন্টি লিগে। সাতের সামান্য বেশি ইকোনমি রেটে ১১ ম্যাচে ২০ উইকেট তুলেছিলেন বিপরাজ। উত্তরপ্রদেশ টি-টোয়েন্টি লিগের পারফরম্যান্স তাঁকে ২০২৪-২৫ ঘরোয়া মরসুমের জন্য রাজ্য দলেও জায়গা করে দিয়েছিল। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও ৭-এর সামান্য বেশি ইকোনমিতে ৮ উইকেট রয়েছে তাঁর। এখানে অন্ধ্র প্রদেশের বিপক্ষে ৮ বলে ২৭ রান করে পাওয়ার-হিটিং দক্ষতাও তুলে ধরেছিলেন বিপরাজ।

আইপিএলে ৪ ম্যাচে ৫টি উইকেট নিয়েছেন বিপরাজ। প্রতিটি ম্যাচে রান দেওয়ার ক্ষেত্রে ক্রমশ ‘কিপ্টে’ হয়েছেন। ক্রিকেটের যে কোনও ফরম্যাটেই যা খুবই গুরুত্বপূর্ণ। এটাই তাঁর গুণ। উইকেট না নিয়েও এভাবে দলকে সাহায্য করা যায়। বিপক্ষের রানরেটকে নীচে নামিয়ে আনতে সিদ্ধহস্ত বিপরাজ।

মূলত বোলার হলেও ব্যাটিংয়ে বিপরাজের দক্ষতা কিছু কম নয়। লখনউয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচেই ১৫ বলে ৩৯ রানের একটি ক্যামিও ইনিংস খেলে চমকে দেন। তারপর থেকে আর বিশেষ ব্যাটিংয়ের সুযোগ আসেনি। প্রয়োজন পড়লে যে ব্যাট হাতেও দলকে সহযোগিতা করতে পারবেন, তাঁর ইঙ্গিত আগেই দিয়ে রেখেছেন বিপরাজ।