AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Virat Kohli: আগুন লাগাতে হবে… ভক্তর আবদার শুনে বিরাট কোহলির প্রশ্ন ‘কোথায়?’

Watch Video: এ বার জাতীয় দলের ডিউয়ি পালনের জন্য দেশে ফিরলেন কিং কোহলি। বিমানবন্দর থেকে তাঁর এক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে বিরাটের কাছে এক ভক্ত বিশেষ আবদার করেছেন।

Virat Kohli: আগুন লাগাতে হবে... ভক্তর আবদার শুনে বিরাট কোহলির প্রশ্ন 'কোথায়?'
Virat Kohli: আগুন লাগাতে হবে... ভক্তর আবদার শুনে বিরাট কোহলির প্রশ্ন 'কোথায়?'
| Updated on: Oct 11, 2024 | 6:35 PM
Share

কলকাতা: দেশের মাটিতে দিন চারেক পর শুরু হবে ভারত-নিউজিল্যান্ড (IND vs NZ) টেস্ট সিরিজ। কিউয়িরা ভারত সফরে এসে তিনটে টেস্ট ম্যাচ খেলবে। এই টেস্ট সিরিজের জন্য এ বার লন্ডন থেকে দেশে ফিরলেন বিরাট কোহলি (Virat Kohli)। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের পর তিনি পরিবারের সঙ্গে সময় কাটাতে লন্ডন গিয়েছিলেন। এ বার জাতীয় দলের ডিউয়ি পালনের জন্য দেশে ফিরলেন কিং কোহলি। বিমানবন্দর থেকে তাঁর এক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে বিরাটের কাছে এক ভক্ত বিশেষ আবদার করেছেন। যা শুনে কোহলি যে প্রতিক্রিয়া দিয়েছেন, তা নিয়ে চর্চা চলছে।

নেটদুনিয়ায় ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, বিরাট কোহলি লন্ডন থেকে দেশে ফেরার পর বিমানবন্দরে ছবির জন্য পাপারাৎজিদের পোজ দিচ্ছেন। এরপর গাড়ির দিকে এগিয়ে যান তিনি। ঠিক যে মুহূর্তে তিনি গাড়ির ভেতর ঢুকবেন সেই সময় এক ভক্ত বলেন, ‘বিরাট ভাই বিজিটিতে আগুন লাগাতে হবে।’ বিরাট তা শুনে থমকে দাঁড়ান। প্রশ্ন করেন, ‘কোথায়?’ ওই ভক্ত ফের বলেন, ‘বিজিটিতে।’ বিরাট ‘ঠিক আছে’ বলে গাড়িতে উঠে পড়েন।

আসলে ওই ভক্ত বিজিটি বলতে বর্ডার গাভাসকর ট্রফির কথা বলছিলেন। এ বছরের শেষের দিকে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় ক্রিকেট টিম। ২২ নভেম্বর থেকে শুরু হতে চলা এ বারের বর্ডার গাভাসকর ট্রফিতে ভারত ও অস্ট্রেলিয়া মোট ৫ টেস্টের সিরিজ খেলবে। বর্ডার গাভাসকর ট্রফিতে ২০১১ থেকে ২০২৩ সাল অবধি ২৪টি ম্যাচে ৪২ ইনিংসে ১৯৭৯ রান করেছেন কোহলি। তাঁর ১৮৬ সর্বাধিক রান। রয়েছে ৮ শতরান ও ৫টি হাফসেঞ্চুরি।