Virat-Anushka: অম্বানিদের বিয়ে ছেড়ে লন্ডনে ঈশ্বরের স্মরণে বিরাট-অনুষ্কা, মুহূর্তে ভাইরাল ভিডিয়ো

Jul 14, 2024 | 3:25 PM

Watch Video: বিশ্বজয়ের পর বিরাট কোহলি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। স্বাভাবিকভাবেই তিনি এখন পরিবারকে বেশি সময় দিতে পারবেন। ক্রিকেট থেকে বিরতি পেয়ে এখন ছুটি কাটাচ্ছেন বিরাট কোহলি।

Virat-Anushka: অম্বানিদের বিয়ে ছেড়ে লন্ডনে ঈশ্বরের স্মরণে বিরাট-অনুষ্কা, মুহূর্তে ভাইরাল ভিডিয়ো
অম্বানিদের বিয়ে ছেড়ে লন্ডনে ঈশ্বরের স্মরণে বিরাট-অনুষ্কা, মুহূর্তে ভাইরাল ভিডিয়ো

Follow Us

কলকাতা: টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) জেতার পরই তড়িঘড়ি লন্ডনে পাড়ি দেন বিরাট কোহলি (Virat Kohli)। স্ত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma) ও দুই সন্তানও যে সেখানে। লন্ডনেই জন্ম হয়েছে বিরাট ও অনুষ্কার ছোট ছেলে অকায় কোহলির। প্রায়ই লন্ডনে বিরাট ও অনুষ্কার যাওয়া-আসা লেগে থাকে। বিশ্বজয়ের পর বিরাট কোহলি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। স্বাভাবিকভাবেই তিনি এখন পরিবারকে বেশি সময় দিতে পারবেন। ক্রিকেট থেকে বিরতি পেয়ে এখন ছুটি কাটাচ্ছেন বিরাট কোহলি। একদিকে দেশে বসেছিল অম্বানিদের বিয়ের অনুষ্ঠানের আসর। তার মাঝে লন্ডনে ঈশ্বরের স্মরণে গেলেন বিরাট-অনুষ্কা। মুহূর্তে ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।

বিরাট ও অনুষ্কার আধ্যাত্মিক ভাব প্রায়শই দেখা যায়। সুযোগ, সময় পেলেই তাঁরা কখনও ঋষিকেশ, কখনও বৃন্দাবনে যান। কিং কোহলির ফোনের ওয়ালপেপারে নিম করোলি বাবার ছবিও সম্প্রতি দেখা গিয়েছিল। তা নেটদুনিয়ায় ভাইরাল হয়েছিল। বিরাট ও অনুষ্কাকে অতীতে লন্ডনে কৃষ্ণ দাস কীর্তন শুনতে দেখা গিয়েছিল। এ বার নেটদুনিয়ায় ভাইরাল বিরুষ্কার নতুন এক ভিডিয়ো। যেখানে দেখা গিয়েছে বিরাট ও অনুষ্কা লন্ডনে কৃষ্ণ দাসজির কীর্তন শুনছেন। এর আগে বিরাট ও অনুষ্কার লন্ডনের ইসকন মন্দিরে যাওয়ার ভিডিয়ো ভাইরাল হয়েছিল।

কৃষ্ণ দাসজি ‘রক স্টার অব যোগা’ নামে পরিচিত। তিনি আধুনিক সঙ্গীতের সঙ্গে ভারতীয় গান মিশিয়ে পরিচালনা করেন। সোশ্যাল মিডিয়ায় তাঁদের ভিডিয়ো ভাইরাল হয়েছে। শুধু তাই নয়। অনুষ্কা শর্মা তাঁর ইন্সটাগ্রাম স্টোরিতে কীর্তন দেখার দুটি ছবিও শেয়ার করেছেন। কীর্তন শুনে নিজেদের ঈশ্বরের একাত্ম অনুভব করেছেন বিরাট-অনুষ্কারা।

অনুষ্কা শর্মার ইন্সটাগ্রাম স্টোরির স্ক্রিনশট।

Next Article