Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Virat Kohli: তিলোত্তমায় হাজির বিরাট অ্যান্ড কোং, একলাফে বাড়ল কলকাতার তাপমাত্রা!

IPL 2025: শনিবার ইডেন গার্ডেন্সে প্রথমে হবে আইপিএলের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। তারপর থাকছে কিং খান বনাম কিং কোহলির দলের দ্বৈরথ।

Virat Kohli: তিলোত্তমায় হাজির বিরাট অ্যান্ড কোং, একলাফে বাড়ল কলকাতার তাপমাত্রা!
তিলোত্তমায় হাজির বিরাট অ্যান্ড কোং, একলাফে বাড়ল কলকাতার তাপমাত্রা!Image Credit source: X
Follow Us:
| Edited By: | Updated on: Mar 19, 2025 | 8:16 PM

কলকাতা: বুধে কলকাতার তাপমাত্রা কত? ওয়েদার রিপোর্ট বলছে ৩৫ ডিগ্রি। কিন্তু তাপমাত্রা আরও বেশি অনুভব হচ্ছে। কারণ? শহরে পা রাখলেন ভারতীয় ক্রিকেটের কিং, বিরাট কোহলি (Virat Kohli)। ২২ মার্চ ইডেনে ১৮তম আইপিএলের (IPL) বোধন। তার আগে লাল জার্সি গায়ে চাপিয়ে তিলোত্তমায় হাজির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টিমের সদস্যরা।

ইডেনে এ বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচেই মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ বিরাটের আরসিবি। বুধ-সন্ধ্যায় কলকাতায় পৌঁছে গেল কোহলির দল। প্রিয় তারকাদের এক ঝলক দেখার জন্য কলকাতা বিমানবন্দরে ভিড় জমিয়েছিলেন আরসিবির অনুরাগীরা।

বিরাট কোহলির অন্যতম প্রিয় গ্রাউন্ড ইডেন। সেখানে কেকেআরের বিরুদ্ধে তাঁর ব্যাটে উদ্বোধনী ম্যাচেই রানের ঝলকানি দেখার অপেক্ষায় তাঁর অনুরাগীরা। কেকেআর যতই নাইটদের হোম গ্রাউন্ড হোক না কেন, আরসিবির বিরুদ্ধে ম্যাচ মানেই বরাবরের মতো দু’ভাগ হবে ইডেনের গ্যালারি। সেখানে একদিকে দেখা যাবে সোনালি-বেগুনি জার্সিধারীদের ভিড়। আর অপরদিক ছেয়ে থাকবে লাল-কালো জার্সি পরা বিরাট ও আরসিবি সমর্থকে।

শনিবার ইডেন গার্ডেন্সে প্রথমে হবে আইপিএলের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। তারপর থাকছে কিং খান বনাম কিং কোহলির দলের দ্বৈরথ। বিরাটের আরসিবির ঝুলিতে ১৭টা আইপিএল কেটে গেলেও একবারও ট্রফি আসেনি। ১৮ কোহলির জার্সির নম্বর। এ বার আইপিএলের মরসুমটাও ১৮। সব মিলিয়ে এ বার কি বিরাটের হাতে আসবে আইপিএলের সোনালি ট্রফি? তিনি মনে প্রাণে চাইছেন সেটাই। তাঁর স্বপ্নপূরণ হবে কিনা, তা জানা যাবে টুর্নামেন্টে কয়েকটা ম্যাচ হলেই। উল্লেখ্য, এ বারের আইপিএলের ফাইনাল ২৫ মে।