ICC ODI Rankings: দ্বিতীয় স্থান ধরে রাখলেন বিরাট, তিনেই রোহিত, উন্নতি ডি’কক-ডুসেনের

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jan 26, 2022 | 5:13 PM

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদ্য শেষ হওয়া, তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে দুটো হাফসেঞ্চুরি রয়েছে বিরাট কোহলির (Virat Kohli)। আর তাতে ভর করেই একদিনের ক্রিকেটে ব়্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থান ধরে রাখলেন ভিকে।

ICC ODI Rankings: দ্বিতীয় স্থান ধরে রাখলেন বিরাট, তিনেই রোহিত, উন্নতি ডিকক-ডুসেনের
বিরাট কোহলি ও রোহিত শর্মা। ছবি: টুইটার

Follow Us

দুবাই: আইসিসির (ICC) তরফ থেকে প্রকাশিত হল ওয়ান ডে ব়্যাঙ্কিংয়ের (ICC ODI Rankings) তালিকা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে দুটো হাফসেঞ্চুরি রয়েছে বিরাট কোহলির (Virat Kohli)। আর তাতে ভর করেই একদিনের ক্রিকেটে ব়্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থান ধরে রাখলেন ভিকে। ব্যাটারদের তালিকায় শীর্ষে রয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম (Babar Azam)। প্রোটিয়া সফরে যেতে না পারলেও তৃতীয় স্থান ধরে রেখেছেন ভারতের সীমিত ওভারের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। তবে আইসিসি প্রকাশিত ব্যাটারদের তালিকায় উন্নতি করেছেন, প্রোটিয়া উইকেটকিপার-ব্যাটার কুইন্টন ডি’কক (Quinton de Kock) ও রাসি ভ্যান দার ডুসেন (Rassie van der Dussen)। চার ধাপ এগিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছেন ডি’কক। এবং বড়সড় লাফ দিয়ে দশ ধাপ উঠে এসে প্রথম দশে ঢুকে পড়েছেন দক্ষিণ আফ্রিকার ডুসেন।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদ্য শেষ হওয়া ওয়ান ডে সিরিজে ১১৬ রান করেছেন বিরাট। এবং আইসিসি প্রকাশিত ব্যাটারদের ক্রমতালিকায় ৮৩৬ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। ৮০১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান ধরে রেখেছেন রোহিত। ভারতের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ২২৯ রান করার পুরষ্কার হিসেবে ব়্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়ে প্রথম পাঁচে ঢুকে পড়েছেন ডি’কক। তাঁর অর্জিত রেটিং পয়েন্ট ৭৮৩। ডি’ককের সতীর্থ রাসি ভ্যান দার ডুসেন টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ২১৮ রান করেছেন। এবং লম্বা লাফ দিয়ে ১০ ধাপ এগিয়ে গিয়ে প্রথম দশে ঢুকে পড়েছেন। ১০ নম্বরে জায়গা করে নেওয়া ডুসেনের অর্জিত রেটিং পয়েন্ট ৭৫০।

ওয়ান ডে ব়্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় শীর্ষে রয়েছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। তাঁর অর্জিত রেটিং পয়েন্ট ৭৩৭। বোলারদের তালিকায় প্রথম দশে এক মাত্র ভারতীয় হিসেবে রয়েছেন জশপ্রীত বুমরা। তাঁর অর্জিত রেটিং পয়েন্ট ৬৮৯। একদিনের ক্রিকেটে অল-রাউন্ডারদের তালিকায় ৪১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। ৯ নম্বরে রয়েছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন।

আরও পড়ুন: Rohit Sharma: ফিটনেস টেস্টে পাস, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নেতৃত্ব দিতে তৈরি রোহিত

আরও পড়ুন: Cricket: সূচি বদলের আর্জি শ্রীলঙ্কা বোর্ডের

Next Article
Rohit Sharma: ফিটনেস টেস্টে পাস, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নেতৃত্ব দিতে তৈরি রোহিত
India vs South Africa: ব্যাটিং ব্যর্থতাতেই প্রোটিয়া সফরে ভরাডুবি, মানছেন সামি