Virat Kohli: বছর ঘুরতেই টেস্ট র‌্যাঙ্কিংয়ে প্রথম দশে ফিরলেন বিরাট কোহলি

ICC Ranking: সেঞ্চুরিয়নে সেঞ্চুরি করা লোকেশ রাহুলের ১১ ধাপ উন্নতি হয়েছে। বোলারদের ক্রমতালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। সেঞ্চুরিয়নে মাত্র ১ উইকেট ছিল অশ্বিনের দখলে। কেপটাউনে বাদ পড়েছেন। বোলারদের র‌্যাঙ্কিংয়ে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন রবীন্দ্র জাডেজা ও জসপ্রীত বুমরা। অলরাউন্ডারের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন রবীন্দ্র জাডেজা। দ্বিতীয় স্থানে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। দলগত তালিকায় শীর্ষেই রয়েছে ভারত।

Virat Kohli: বছর ঘুরতেই টেস্ট র‌্যাঙ্কিংয়ে প্রথম দশে ফিরলেন বিরাট কোহলি
Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Jan 03, 2024 | 7:24 PM

দুবাই: নিউ ইয়ার টেস্টের মাঝেই বিরাট কোহলির জন্য সুখবর। দীর্ঘ এক বছর পর টেস্ট ক্রমতালিকায় সেরা দশে ফিরলেন বিরাট কোহলি। আইসিসি ক্রমতালিকায় বিরাটকে শীর্ষে দেখতেই অভ্যস্ত ছিল ক্রিকেট বিশ্ব। মাঝে প্রায় তিন বছর আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি আসেনি বিরাটের ব্যাটে। সে সময় র‌্যাঙ্কিংয়ে প্রভাব পড়েছিল সেই সেঞ্চুরির খরা। ২০২২ সালে টেস্ট ক্রিকেটে প্রথম দশেরই বাইরে চলে যান বিরাট কোহলি। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

আইসিসি টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় চার ধাপ উন্নতি হল বিরাট কোহলি। কেপটাউন টেস্টে ব্যাটিংয়ে নামার আগেই এই উন্নতি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরিয়ন টেস্টে ইনিংস ও ৩২ রানের বিশাল ব্যবধানে হেরেছে ভারত। প্রথম ইনিংসে সেট হয়েও বড় রান করতে পারেননি বিরাট কোহলি। দ্বিতীয় ইনিংসে একাই ৭৬ রান করেন। সঙ্গীর অভাবে ইনিংস হার এড়াতে পারেননি। কেপটাউনে এখনও অবধি বড় ইনিংস খেলার পথে। এর প্রভাব পরবর্তী র‌্যাঙ্কিংয়ের ঘোষণায় পড়তে পারে। আপাতত ৯-এ রয়েছেন বিরাট কোহলি।

শীর্ষে ফেরাটা অবশ্য আপাতত খুবই কঠিন বিরাট কোহলির জন্য। দক্ষিণ আফ্রিকার পর ভারতের টেস্ট রয়েছে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে। সেই সিরিজের পর পরিস্থিতি বদলাতে পারে। শীর্ষে থাকা কেন উইলিয়ামসনের সঙ্গে ১০৩ রেটিং পয়েন্টের ব্যবধান বিরাট কোহলির। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন জো রুট ও স্টিভ স্মিথ। বিরাটের উন্নতি হলেও র‌্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে ভারত অধিনায়ক রোহিত শর্মার। ১৪ নম্বরে রয়েছেন তিনি।

সেঞ্চুরিয়নে সেঞ্চুরি করা লোকেশ রাহুলের ১১ ধাপ উন্নতি হয়েছে। বোলারদের ক্রমতালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। সেঞ্চুরিয়নে মাত্র ১ উইকেট ছিল অশ্বিনের দখলে। কেপটাউনে বাদ পড়েছেন। বোলারদের র‌্যাঙ্কিংয়ে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন রবীন্দ্র জাডেজা ও জসপ্রীত বুমরা। অলরাউন্ডারের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন রবীন্দ্র জাডেজা। দ্বিতীয় স্থানে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। দলগত তালিকায় শীর্ষেই রয়েছে ভারত।