India vs South Africa: ব্যাট হাতে অনুশীলনে বিরাট
আজ জো'বার্গ (Johanesburg) টেস্টের তৃতীয় দিন খেলা শুরুর আগে ব্যাট হাতে অনুশীলনে দেখা গেল বিরাট কোহলিকে। নেটেও কিছুক্ষণ গা ঘামালেন। শ্যাডো প্র্যাকটিস করতে দেখা যায় বিরাটকে। প্র্যাকটিস সেশনে কোহলিকে (Virat Kohli) থ্রোডাউন করেন কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)।
জোহানেসবার্গ: ব্যাট হাতে বিরাট কোহলি (Virat Kohli)। পিঠের চোটে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গিয়েছেন ভারত অধিনায়ক। টেস্টের আগের দিন অনুশীলন করলেও, ম্যাচের দিন সকালেই পিঠের চোটে ছিটকে যান বিরাট। কেপটাউন (Capetown) টেস্টের আগে ফিট হতে মরিয়া ভারতের টেস্ট অধিনায়ক।
আজ জো’বার্গ (Johanesburg) টেস্টের তৃতীয় দিন খেলা শুরুর আগে ব্যাট হাতে অনুশীলনে দেখা গেল বিরাট কোহলিকে। নেটেও কিছুক্ষণ গা ঘামালেন। শ্যাডো প্র্যাকটিস করতে দেখা যায় বিরাটকে। প্র্যাকটিস সেশনে কোহলিকে (Virat Kohli) থ্রোডাউন করেন কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)।
Look who’s back on the road to recovery #ViratKohli pic.twitter.com/v2Xq1vSOwa
— Benaam Baadshah (@BenaamBaadshah4) January 5, 2022
চার বছর আগেও পিঠের চোটে কাবু হন বিরাট কোহলি। ২০১৮ সালে স্লিপ ডিস্কের কারণে বেশ কিছুদিন ভোগেন। জোহানেসবার্গ টেস্টের আগে ব্যাক স্প্যাসমে ভোগেন বিরাট। মেয়ে ভামিকার প্রথম জন্মদিন ১১ জানুয়ারি। সেদিন থেকেই কেপটাউনে শুরু সিরিজের তৃতীয় টেস্ট। চোট সারিয়ে মাঠে ফিরতে মরিয়া বিরাট নিজেও। গত দু’বছর কোনও ফরম্যাটেই সেঞ্চুরির দেখা পাননি। নতুন বছরে কোহলির ব্যাট থেকে সেঞ্চুরি দেখার আশায় ক্রিকেটমহল।
আরও পড়ুন: India vs South Africa: জাহির খানের পরামর্শেই বদলে যায় শার্দূলের জীবন