India vs South Africa: জাহির খানের পরামর্শেই বদলে যায় শার্দূলের জীবন
শার্দূল ঠাকুরকে খুব কাছ থেকে দেখেছেন ধবল কুলকার্নি (Dhawal Kulkarni)। মুম্বইয়ের রঞ্জি (Ranji Trophy) দলেই প্রথম বার ভারতীয় পেসারকে দেখেন ধবল। একটা সময় ৮৩ কেজি ওজন ছিল শার্দূল ঠাকুরের। তরুণ সেই বোলারকে ওজন ঝরানোর পরামর্শ দেন জাহির খান (Zaheer Khan)। বাঁ-হাতি ভারতীয় পেসারও তখন মুম্বই দলে। কয়েক মাস ১৩ কেজি ওজন ঝরিয়ে মুম্বই দলে ফিরে আসেন শার্দূল ঠাকুর (Shardul Thakur)।
মুম্বই: ওয়ান্ডারার্সে গতকাল আগুন ঝরিয়েছেন শার্দূল ঠাকুর (Shardul Thakur)। একাই ৭ উইকেট নিয়ে নতুন ইতিহাস তৈরি করেন। টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) ক্রাইসিস ম্যানেজমেন্ট। দলের বিপদে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন। এই শার্দূল ঠাকুরের উত্থানের পিছনে রয়েছে আরেক ভারতীয়র অবদান। জাহির খান। যাঁর পরামর্শেই বদলে যায় শার্দূলের জীবন।
শার্দূল ঠাকুরকে খুব কাছ থেকে দেখেছেন ধবল কুলকার্নি (Dhawal Kulkarni)। মুম্বইয়ের রঞ্জি (Ranji Trophy) দলেই প্রথম বার ভারতীয় পেসারকে দেখেন ধবল। একটা সময় ৮৩ কেজি ওজন ছিল শার্দূল ঠাকুরের। তরুণ সেই বোলারকে ওজন ঝরানোর পরামর্শ দেন জাহির খান (Zaheer Khan)। বাঁ-হাতি ভারতীয় পেসারও তখন মুম্বই দলে। কয়েক মাস ১৩ কেজি ওজন ঝরিয়ে মুম্বই দলে ফিরে আসেন শার্দূল ঠাকুর (Shardul Thakur)।
একই সঙ্গে খেলার প্রতিও আরও একাগ্রতা দেখান শার্দূল ঠাকুর। আগ্রাসী মনোভাবেই বদলে গিয়েছে মুম্বইকরের জীবন। এমনটা মনে করেন ধবল কুলকার্নিও। একজন পেস বোলারের সাফল্য পাওয়ার জন্য যে সমস্ত গুণ প্রয়োজন, তা সবই শার্দূলের মধ্যে বর্তমান রয়েছে বলে মনে করেন ধবল কুলকার্নি।
Man of the moment @imShard reacts to the social media frenzy post his 7⃣-wicket haul at The Wanderers. ? ?
P.S. How did he get the title of ‘Lord’? ? #TeamIndia #SAvIND
To find out, watch the full interview by @28anand ? ? https://t.co/dkWcqAL3z5 pic.twitter.com/vSIjk2hvyR
— BCCI (@BCCI) January 5, 2022
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিধ্বংসী স্পেলের পর ওখানেই থামতে চান না শার্দূল ঠাকুর। দ্বিতীয় দিনের খেলা শেষে তিনি বলেন, ‘টিম ম্যানেজমেন্ট আর নির্বাচকরা আমার প্রতি আস্থা রেখেছিল। আন্তর্জাতিক ক্রিকেটে একজন আদর্শ বোলার হিসেবে আমি নিজেকে প্রমাণ করতে পারব। ওদের আস্থার মর্যাদা দিয়েছি। যখনই আমি সুযোগ পেয়েছি, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। দলের জন্য আমার অবদান থাকলে তা সবসময়ই ভালো লাগার।’
আরও পড়ুন: India vs South Africa: দ্রাবিড়কে এ বার কঠিন সিদ্ধান্ত নিতে হবে, বলছেন দীনেশ কার্তিক