
কলকাতা: মাঠে যতই আগ্রাসী হোন না কেন, মাঠের বাইরের একেবারে অন্য মানুষ বিরাট কোহলি। আইপিএল ২০২৫-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পঞ্জাব কিংস ম্যাচের সময় বিরাটের আগ্রাসন সকলেই দেখেছে। ম্যাচ জয়ের পরে শ্রেয়স আইয়ারের সামনে মন খুলে উদ্যাপন করেছিলেন বিরাট। যা শ্রেয়সকে উত্তপ্ত করার জন্য করেছিলেন তিনি। তবে ম্যাচ শেষে বিরাট তাঁর অন্তরের নরম দিকটিও দেখালেন এই দিন। ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেটার সরফরাজ খানের ভাই মুশির খানকে তার নিজের ব্যাট উপহার দিলেন বিরাট। সেই ঘটনা মন জয় করেছে সকলের।
রবিবার মুল্লানপুর স্টেডিয়ামে পঞ্জাব কিংসের মুখোমুখি হয়েছিল আরসিবি। সেই ম্যাচে দলের জন্য একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন কিং-কোহলি। এই ম্যাচ শেষে দেখা গেল এক মন ভালো করা দৃশ্য। নিজের প্রাক্তন সতীর্থ সরফরাজ খানের ভাই মুশিরকে নিজের ব্যাট উপহার দিলেন কোহলি। সেই ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন মুশির। সেই ছবির নিচে তিনি লিখেছেন, “এই ব্যাটটির জন্য অনেক ধন্যবাদ আর ভালোবাসা।”
যদিও এই ঘটনা নতুন নয় বিরাটের কাছে। এর আগেও অনেক প্লেয়ারকে নিজের ব্যাট উপহার দিয়েছেন বিরাট। গত বছর কেকেআরের তারকা ব্যাটার রিঙ্কু সিংকেও নিজের ব্যাট উপহার দিয়েছিলেন বিরাট। সেই ভিডিয়ো সেই সময় ভাইরাল হয়েছিল।
২০ বছর বয়সী মুশির ২০২৪ সালের আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ৭টি ম্যাচে ৩৬০ রান করে দ্বিতীয় সর্বাধিক রান করেছিলেন। প্রথম শ্রেনির ক্রিকেটে নয়টি ম্যাচে ৭১৬ রান করেছেন মুম্বইয়ের এই তরুণ ব্যাটার। গত বছরের দলীপ ট্রফিতেও মুশির খান অসাধারণ খেলেছিলেন। অভিমন্যু ঈশ্বরণের নেতৃত্বে ইন্ডিয়া বি-এর হয়ে শুভমন গিলের ইন্ডিয়া এ-এর বিপক্ষে ৩৭৩ বলে ১৮১ রান করেছিলেন মুশির। এখনও পঞ্জাব কিংসের হয়ে অভিষেক হয়নি মুশিরের। তার আগেই বিরাটের ব্যাট পেয়ে গেলেন মুম্বইয়ের ছেলে।