India vs Sri Lanka: ৪৫ করেও আক্ষেপ নেই বিরাটের

Virat Kohli: কেরিয়ারের ১০০তম টেস্ট খেলতে নামার সময় কী অনুভূতি হয়েছিল বিরাটের? 'মনে হয়েছিল, আমি অভিষেক ম্যাচ খেলতে নামছি। পেটের কাছটা গুরগুর করছিল। একই সঙ্গে খুব নার্ভাস লাগছিল।'

India vs Sri Lanka: ৪৫ করেও আক্ষেপ নেই বিরাটের
বিরাট কোহলি (ছবি-টুইটার)
Follow Us:
| Edited By: | Updated on: Mar 05, 2022 | 9:26 AM

মোহালি: যখন ব্যাট করতে নামছিলেন, তখন রীতিমতো নার্ভাস ছিলেন। তাঁর মনে হচ্ছিল, ভারতের হয়ে প্রথম বার টেস্ট খেলতে নামছেন। আর সেই ম্যাচে তাঁকে ক্রিজে নামতে হচ্ছে ব্যাট করার জন্য। তিনি আর কেউ নন, বিরাট কোহলি (Virat Kohli)। টেস্ট কেরিয়ারের ১০০তম টেস্ট খেলতে নেমেছেন শ্রীলঙ্কার বিরুদ্ধে। প্রথম ইনিংসে ৪৫ করে বোল্ড হয়ে গিয়েছেন বাঁ হাতি স্পিনার এমবুলদেনিয়ার বলে। কেরিয়ারের অন্যতম মাইলস্টোন ছোঁয়া ম্যাচে তিনি সেঞ্চুরি পান, এমনই চাইছিলেন বিরাট-ভক্তরা। তা পূরণ না হলেও কিন্তু আক্ষেপ নেই বিরাটের। বরং তিনি সন্তুষ্ট নিজের ব্যাটিং নিয়ে। ১০০তম টেস্টের প্রথম ইনিংসে অবশ্য ৮ হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেলেছেন ভিকে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে খুব ভারতীয় ক্রিকেটারের এমন সাফল্য রয়েছে।

বিরাট বলেছেন, ‘আমাদের একটাই সমস্যা, ব্যক্তিগত প্রাপ্তি বা মাইলস্টোনগুলো নিয়ে আমরা খুব বেশি পাগলামি করি, মেতে থাকি। আর পাঁচটা ম্যাচের জন্য আমি যে ভাবে তৈরি নিজেকে, এই ম্যাচের জন্যও ঠিক সে ভাবেই তৈরি হয়েছি। যতক্ষণ আমি ভালো ব্যাটিং করছি, ততক্ষণ স্কোর নিয়ে মাথা ঘামাই না।’

কেরিয়ারের ১০০তম টেস্ট খেলতে নামার সময় কী অনুভূতি হয়েছিল বিরাটের? ‘মনে হয়েছিল, আমি অভিষেক ম্যাচ খেলতে নামছি। পেটের কাছটা গুরগুর করছিল। একই সঙ্গে খুব নার্ভাস লাগছিল।’

ভালো শুরু করেও শেষ পর্যন্ত ৪৫ করে আউট হয়ে গিয়েছে বিরাট। যা কিছুটা হলেও হতাশ করছে তাঁকে। বিরাটের কথায়, ‘দারুণ একটা শুরু করার পরও এ ভাবে আউট হওয়াটা সব সময় হতাশাজনক। চমৎকার ব্যাটিং করছিলাম। এই রকম হলে যে কোনও ব্যাটারই হতাশ হবে। আমার সব সময় লক্ষ্য থাকে, টিমের জন্য সেরাটা দেব।’

আরও পড়ুন: IND vs SL 1st Test Day 2 Live: মোহালি টেস্টের দ্বিতীয় দিনে মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা