IND vs SL 1st Test Day 2 Highlights: ভারতের ৫৭৪ রানের জবাবে কাঁপছে লঙ্কার ব্যাটিং

| Edited By: | Updated on: Mar 05, 2022 | 6:15 PM

India vs Sri Lanka 1st Test Day 2 Live Score: মোহালিতে প্রথম টেস্টে মুখোমুখি রোহিত শর্মার ভারত ও দিমুথ করুণারত্নের শ্রীলঙ্কা।

IND vs SL 1st Test Day 2 Highlights: ভারতের ৫৭৪ রানের জবাবে কাঁপছে লঙ্কার ব্যাটিং
মোহালিতে প্রথম টেস্টে মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা

মোহালি: ভারত বনাম শ্রীলঙ্কা (India vs Sri Lanka) দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ড্রাইভিং সিটে রোহিত শর্মার দল। প্রথমে ব্যাটিং করে ৮ উইকেট হারিয়ে ৫৭৪ রানে ইনিংস ছাড়ে ভারত। অপরাজিত ১৭৫ রানের ঝকঝকে ইনিংস খেলেন রবীন্দ্র জাদেজা। ইনিংস সাজানো ১৭টি চার ও ৩টি ছক্কায়। জাদেজা ও অশ্বিনের ১৩০ রানের পার্টনারশিপ শ্রীলঙ্কার সামনে রানের পাহাড় তৈরি করে ভারত। ৬১ রান করেন অশ্বিন। জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে ব্যাক ফুটে শ্রীলঙ্কা। দুই ওপেনার সহ ৪ ব্যাটসম্যান প্যাভেলিয়ানে ফিরেছেন। দ্বিতীয় দিনের শেষে ৪ উইকেট হারিয় শ্রীলঙ্কার রান ১০৮। এখনও ৪৬৬ রানে পিছিয়ে তারা। ইতিমধ্যেই মোহালিতে ম্যাচ জয়ের গন্ধ পেতে শুরু করেছে টিম ইন্ডিয়া।

টিম ইন্ডিয়ার নতুন ক্যাপ্টেন রোহিত শর্মার (Rohit Sharma) অধীনে, তিন ম্যাচের টি-২০ সিরিজে ৩-০ ব্যবধানে জিতেছে মেন ইন ব্লু। টেস্টে প্রথম বার ভারতের অধিনায়ক হিসেবে মাঠে নামেছেন হিটম্যান।

হেড টু হেডে নজর দিলে দেখা যাবে এখনও পর্যন্ত ভারত-শ্রীলঙ্কা ৪৪ টি টেস্টে মুখোমুখি হয়েছে। যার মধ্যে ভারত জিতেছে ২০ বার। শ্রীলঙ্কা জিতেছে ৭ বার এবং ম্যাচ ড্র হয়েছে ১৭ বার। এ ছাড়া ভারতের মাটিতে দুই দল মুখোমুখি হয়েছে ২০ বার। তার মধ্যে ১১ বার জিতেছে ভারত এবং ৯ বার ম্যাচ ড্র হয়েছে। ফলে ভারতের মাটিতে ভারতকে এক বারও টেস্টে হারাতে পারেননি লঙ্কান ক্রিকেটাররা।

Key Events

দ্বিতীয় দিনের শেষে কাঁপুনি লঙ্কার ব্যাটিংয়ে

প্রথম ইনিংসে চারটি উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। স্কোর বোর্ডে রান ১০৮। প্যাভেলিয়ানে দুই ওপেনার করুণারত্নে , থিরুমানে। আউট ম্যাথিউস ও ধনঞ্জয়া। এখনও ৪৬৬ রানে পিছিয়ে শ্রীলঙ্কা।

মোহালি মুগ্ধ জাডেজার জাদুতে

মোহালি টেস্টের দ্বিতীয় দিন সেঞ্চুরি পূর্ণ করার পরও জাডেজা ঝড় বইছিল। শেষ অবধি ১৭৫ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়লেন জাডেজা। ১২৯.২ ওভারে ৮ উইকেট হারিয়ে ৫৭৪ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করল রোহিতের ভারত।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 05 Mar 2022 05:04 PM (IST)

    শেষ দ্বিতীয় দিনের খেলা

    দ্বিতীয় দিনের খেলা শেষে ৪ উইকেট হারিয়ে ১০৮ রান শ্রীলঙ্কার। প্রথম ইনিংসে এখনও  ৪৬৬ রানে পিছিয়ে লঙ্কানরা।

  • 05 Mar 2022 04:46 PM (IST)

    চতুর্থ উইকেট হারাল শ্রীলঙ্কা

    অশ্বিনের দ্বিতীয় শিকার। প্যাভেলিয়ানে ফিরলেন অকিলা ধনঞ্জয়া।

  • 05 Mar 2022 04:29 PM (IST)

    তৃতীয় উইকেট হারাল শ্রীলঙ্কা

    বুমরার বলে আউট অ্যাঞ্জেলো ম্যাথিউস।

  • 05 Mar 2022 04:05 PM (IST)

    শ্রীলঙ্কা ৭৯/২

    ৩০ ওভার শেষে দুই ওপেনারের উইকেট হারিয়ে ৭৯ রান শ্রীলঙ্কার। ক্রিজে আছেন নিসাঙ্কা ও ম্যাথিউস।

  • 05 Mar 2022 03:41 PM (IST)

    অশ্বিনের পর লঙ্কাকে ধাক্কা দিলেন জাদেজা

    দ্বিতীয় উইকেট হারাল শ্রীলঙ্কা। জাদেজার বলে প্যাভেলিয়ানে অধিনায়ক দিমুথ করুণারত্নে। ২৪ ওভার শেষে শ্রীলঙ্কার রান ৫৯।

  • 05 Mar 2022 03:14 PM (IST)

    প্রথম উইকেট হারাল শ্রীলঙ্কা

    অশ্বিনের বলে প্যাভেলিয়ানে ফিরলেন শ্রীলঙ্কার লঙ্কার ওপেনার লাহিরু থিরুমানে।

  • 05 Mar 2022 03:02 PM (IST)

    ১৫ ওভার শেষে ৪১ রান শ্রীলঙ্কার

    ১৫ ওভার পর্যন্ত টিকে শ্রীলঙ্কার দুই ওপেনার। লড়াই করুণারত্নে ও থিরুমানের।

  • 05 Mar 2022 02:45 PM (IST)

    ১০ ওভার শেষে ইউকেটে শ্রীলঙ্কার দুই ওপেনার

    ভারতীয় বোলিংয়ের বিরুদ্ধে লড়াই শুরু শ্রীলঙ্কার। প্রথম ১০ ওভার শেষে কোনও উইকেট না হারিয়ে ২৪ রান শ্রীলঙ্কার

  • 05 Mar 2022 02:29 PM (IST)

    ৫ ওভারে শ্রীলঙ্কা ২১/০

    প্রথম ৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে ২১ রান তুলেছে শ্রীলঙ্কা।

  • 05 Mar 2022 02:19 PM (IST)

    ৩ ওভারে শ্রীলঙ্কা ১৪/০

    প্রথম ইনিংসের প্রথম ৩ ওভারে কোনও উইকেট না হারিয়ে করুণারত্নেরা তুলেছেন ১৪ রান।

  • 05 Mar 2022 02:08 PM (IST)

    শ্রীলঙ্কার প্রথম ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন দিমুথ করুণারত্নে ও লাহিরু থিরুমানে।

  • 05 Mar 2022 01:57 PM (IST)

    চা বিরতি ঘোষণা

    ইনিংস ডিক্লেয়ার করে দেওয়ার পর চা বিরতি ঘোষণা করা হল।

  • 05 Mar 2022 01:52 PM (IST)

    ইনিংস ডিক্লেয়ার করল ভারত

    ১২৯.২ ওভারে ৮ উইকেট হারিয়ে ৫৭৪ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করল রোহিতের ভারত। ১৭৫ রানে অপরাজিত রইলেন রবীন্দ্র জাডেজা। এবং ২০ রানে নট আউট থেকে মাঠ ছাড়লেন মহম্মদ সামি।

  • 05 Mar 2022 01:10 PM (IST)

    জাডেজার ১৫০ পার

    ১২২.৬ ওভারে ব্যাক্তিগত ১৫০ রান পূর্ণ করলেন ভারতীয় তারকা অল-রাউন্ডার রবীন্দ্র জাডেজা। ধনঞ্জয় ডি সিলভাকে ছয় মেরে ১৫০ রান পূর্ণ করলেন জাড্ডু।

  • 05 Mar 2022 12:54 PM (IST)

    ১২১ ওভারে টিম ইন্ডিয়া ৫০৮/৮

    দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে ভারতকে এগিয়ে নিয়ে চলেছেন জাডেজা। এখন সঙ্গী সামি। ১২১ ওভারে ৮ উইকেট হারিয়ে ৫০৮ রান তুলেছে ভারত।

    জাডেজা ১৪১*, সামি ০*

  • 05 Mar 2022 12:52 PM (IST)

    ভারতের ৫০০ রান

    দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে ৫০০-র গণ্ডি পেরিয়ে গেল টিম ইন্ডিয়া। জাডেজার জাদু চলছে মোহালিতে। ১২০.৩ ওভারে চার মেরে ভারতকে ৫০০ রান পৌঁছে দিলেন জাডেজা।

  • 05 Mar 2022 12:30 PM (IST)

    ১১৫ ওভারে ভারত ৪৭২/৮

    দ্বিতীয় সেশনের খেলা চলছে। ১১৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ৪৭২ রান তুলেছে টিম ইন্ডিয়া।

  • 05 Mar 2022 12:26 PM (IST)

    জয়ন্ত আউট

    বিশ্ব ফের্নান্দোর বলে লাঞ্চ বিরতির পর ফিরলেন জয়ন্ত যাদব। মাত্র ২ রান করে মাঠ ছাড়লেন জয়ন্ত।

  • 05 Mar 2022 12:17 PM (IST)

    দ্বিতীয় সেশনের খেলা শুরু

    লাঞ্চ বিরতির পর শুরু হল দ্বিতীয় সেশনের খেলা।

  • 05 Mar 2022 11:45 AM (IST)

    লাঞ্চ বিরতি

    লাঞ্চ বিরতিতে ভারতের স্কোর ৭ উইকেটে ৪৬৮। মধ্যাহ্নভোজের বিরতির আগে হাফসেঞ্চুরি পূর্ণ করেন ভারতীয় তারকা অল-রাউন্ডার রবীন্দ্র জাডেজা। দ্বিতীয় দিনের প্রথম সেশনে ১১১ রান তুলেছে ভারত। এবং একটি উইকেট হারিয়েছে ভারত। লাঞ্চ বিরতিতে ১০২ রানে অপরাজিত রয়েছেন রবীন্দ্র জাডেজা এবং ২ রানে অপরাজিত রয়েছেন জয়ন্ত যাদব।

  • 05 Mar 2022 11:27 AM (IST)

    জাডেজার সেঞ্চুরি

    মোহালি টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে সেঞ্চুরি পূর্ণ করে ফেললেন ভারতের তারকা অল-রাউন্ডার রবীন্দ্র জাডেজা।

  • 05 Mar 2022 11:25 AM (IST)

    ১১০ ওভারে ভারত ৪৬২/৭

    জাডেজা-অশ্বিন জুটিতে ঝড়ের বেগে এগিয়ে চলছিল টিম ইন্ডিয়া। ১০৯.৪ ওভারে ভারতকে ধাক্কা দিলেন লকমল। তিনি ফেরালেন আর অশ্বিনকে। ১১০ ওভারে ভারতের স্কোর ৭ উইকেটে ৪৬২।

  • 05 Mar 2022 11:23 AM (IST)

    অশ্বিন আউট

    রবিচন্দ্রন অশ্বিনকে ফেরালেন সুরাঙ্গা লকমল। ৬১ রান করে সাজঘরে ফিরলেন অশ্বিন।

  • 05 Mar 2022 11:03 AM (IST)

    অশ্বিনের হাফসেঞ্চুরি

    মোহালিতে দ্বিতীয় দিন জাডেজাকে সঙ্গ দিতে দিতে হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেললেন রবিচন্দ্রন অশ্বিন। এটি তাঁর কেরিয়ারের ১২তম টেস্ট হাফসেঞ্চুরি।

  • 05 Mar 2022 10:39 AM (IST)

    ১০০ ওভারে ভারত ৪১৫/৬

    মোহালি টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনের খেলা চলছে। ১০০ ওভারে ৬ উইকেট হারিয়ে ভারত তুলেছে ৪১৫ রান।

    জাডেজা ৭৮*, অশ্বিন ৩৫*

  • 05 Mar 2022 10:27 AM (IST)

    ভারতের ৪০০ রান

    রবীন্দ্র জাডেজা ও রবিচন্দ্রন অশ্বিন জুটিতে ভর করে ৪০০ রানের গণ্ডি পেরোল টিম ইন্ডিয়া। ৯৬.৬ ওভারে বিশ্ব ফের্নান্ডোর বলে চার মেরে ভারতকে ৪০০ রানে পৌঁছে দিলেন জাডেজা।

  • 05 Mar 2022 10:18 AM (IST)

    ৯৬ ওভারে ভারত ৩৯২/৬

    ৪০০-রানের দিকে এগিয়ে চলেছে টিম ইন্ডিয়া। ক্রিজে রবীন্দ্র জাডেজা ও রবিচন্দ্রন অশ্বিন।

    জাডেজা ৬৮*, অশ্বিন ২২*

  • 05 Mar 2022 09:49 AM (IST)

    ৯০ ওভারে ভারত ৩৭২/৬

    মোহালিতে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা চলছে। ৯০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৭২ রান তুলেছে ভারত।

    জাডেজা ব্যাট করছে ৫৭ রানে। অশ্বিন রয়েছেন ১৩ রানে।

  • 05 Mar 2022 09:45 AM (IST)

    জাডেজার হাফসেঞ্চুরি

    মোহালি টেস্টের দ্বিতীয় দিনের শুরুতে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন ভারতের তারকা অল-রাউন্ডার রবীন্দ্র জাডেজা। ৮৬.২ ওভারে অর্ধশতরান পূর্ণ করে ফেললেন জাডেজা।

    Ravindra Jadeja

    রবীন্দ্র জাডেজা (ছবি-টুইটার)

  • 05 Mar 2022 09:35 AM (IST)

    রড মার্শ ও শেন ওয়ার্নকে স্মরণ করে কালো আর্মব্যান্ড পরে খেলবেন রোহিতরা

    গতকাল সকালে অজি কিংবদন্তি উইকেটকিপার রড মার্শের প্রয়াণের খবর আসে। এবং সন্ধ্য়েবেলায় আকস্মিক প্রয়াণ হয় শেন ওয়ার্নের। দুই কিংবদন্তি ক্রিকেটারের স্মরণে আজ মোহালিতে কালো আর্মব্যান্ড পরে খেলবে টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা।

  • 05 Mar 2022 09:20 AM (IST)

    কিছুক্ষণের মধ্যে শুরু হবে মোহালি টেস্টের দ্বিতীয় দিনের খেলা

    ৯.৩০ মিনিটে শুরু হবে মোহালি টেস্টের দ্বিতীয় দিনের খেলা। মোহালি টেস্টের প্রথম দিনের শেষে ১০ রানে অপরাজিত রয়েছেন অশ্বিন ও ৪৫ রানে অপরাজিত রয়েছেন জাডেজা।

  • 05 Mar 2022 09:04 AM (IST)

    প্রথম টেস্টের প্রথম দিন সেঞ্চুরি হাতছাড়া পন্থের

    বিরাট কোহলির শততম টেস্টে প্রথম ইনিংসে হাফসেঞ্চুরি হাতছাড়া করে মাঠ ছেড়েছিলেন। তবে ভারতের তরুণ উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ সেঞ্চুরির আশা দেখিয়েছিলেন। তবে ৯৬ রানের মাথায় সুরাঙ্গা লকমলের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন পন্থ। তাঁর ইনিংস সাজানো ছিল ৯টি চার ও ৪টি ছয় দিয়ে। ৯৮.৯৬ স্ট্রাইটরেট ছিল পন্থের।

  • 05 Mar 2022 09:03 AM (IST)

    এক নজরে প্রথম দিনের শেষে ভারতের স্কোর

    টসে জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথম দিনের শেষে ৮৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৫৭ রানে থেমেছে ভারত। টিম ইন্ডিয়ার হয়ে সর্বোচ্চ রান করেছেন ঋষভ পন্থ (৯৬), হনুমা বিহারি (৫৮), বিরাট কোহলি (৪৫)। মোহালি টেস্টের প্রথম দিনের শেষে ১০ রানে অপরাজিত রয়েছেন অশ্বিন ও ৪৫ রানে অপরাজিত রয়েছেন জাডেজা।

Published On - Mar 05,2022 9:02 AM

Follow Us: