AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Virat Kohli : আন্তর্জাতিক ক্রিকেটের ‘বাঘ’ কে? বাবর নয় আফ্রিদি বাছলেন কোহলিকে!

সম্প্রতি একটি শোয়ে আফ্রিদিকে জিজ্ঞাসা করা হয়েছিল, "ক্রিকেট জগতের টাইগার কে?" তিনি চমকে দেওয়া উত্তর দিলেন।

Virat Kohli : আন্তর্জাতিক ক্রিকেটের 'বাঘ' কে? বাবর নয় আফ্রিদি বাছলেন কোহলিকে!
Image Credit: Twitter
| Edited By: | Updated on: Jun 26, 2023 | 8:07 AM
Share

কলকাতা : বাবর আজম পাকিস্তান ক্রিকেটের সুপারস্টার নিঃসন্দেহে। পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়কের ব্যাট হাতে সাফল্য চলছেই। বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ব্যাটার। সেদেশের প্রাক্তন ক্রিকেটারদের বিশ্বাস, অচিরেই ব্যাটার হিসেবে বিরাটকে ছাপিয়ে যাবেন পাক অধিনায়ক। বিরাটের সঙ্গে বাবরের তুলনা চলতেই থাকবে। বাবর পাকিস্তান ক্রিকেটের স্টার হলেও আন্তর্জাতিক ক্রিকেটের সুপারস্টার কিন্তু কোহলি। এককথায় মেনে নিচ্ছেন শাহিদ আফ্রিদি (Shahid Afridi), ওয়াসিম আক্রমরা। ওয়াসিম আক্রম বলেছিলেন, বর্তমান ক্রিকেট বিশ্বে কাউকে যদি সুপারস্টার বলা হয় তিনি নিঃসন্দেহে বিরাট কোহলি (Virat Kohli)। সেই একই সুর শোনা গেল শাহিদ আফ্রিদির গলায়। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

এমনিতে প্রাক্তন পাক ক্রিকেটাররা সুযোগ পেলে ভারতীয়দের কটাক্ষ করতে ছাড়েন না। কিন্তু প্রসঙ্গ যখন বিরাট কোহলি, শাহিদ আফ্রিদিরা তেমন মন্তব্য করা থেকে বিরত থাকেন। উল্টে প্রশংসা শোনা যায় চিরপ্রতিদ্বন্দ্বীদের তরফে। সম্প্রতি একটি শোয়ে আফ্রিদিকে জিজ্ঞাসা করা হয়েছিল, “ক্রিকেট জগতের টাইগার কে?” সকলকে চমকে দিয়ে বাবরের পরিবর্তে তিনি বিরাট কোহলির নাম উচ্চারণ করেন। বলেন, “বাবর পাকিস্তান ক্রিকেটের সুপারস্টার হতে পারেন, তবে আন্তর্জাতিক ক্রিকেটের বাঘ হলেন বিরাট কোহলি।” ঠিক এমনই মন্তব্য শোনা গিয়েছিল ওয়াসিম আক্রমের থেকেও।

বিরাট ও বাবরের তুলনা চলে আসছে বেশ কয়েক বছর ধরে। তবে বাবর একটি সাক্ষাৎকারে স্পষ্ট বলে দিয়েছিলেন, বিরাটের সঙ্গে এই তুলনা তিনি চান না। ২২ গজে প্রতিপক্ষ হলেও দুই প্রতিবেশী দেশের তারকা ক্রিকেটারের মধ্যে বন্ডিং দারুণ। অতীতে বিরাট ফর্ম নিয়ে যুঝছিলেন তখন বাবর টুইট করে পাশে দাঁড়ানোর বার্তা দেন। পাক অধিনায়কের ব্যবহারে মুগ্ধ হয়ে গিয়েছিলেন দেশের প্রাক্তন অধিনায়ক। বিরাট কোহলি বর্তমানে ছুটিতে রয়েছেন, পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট ও ওডিআই সিরিজের জন্য প্রস্তুতি শুরু করবেন শীঘ্রই। আগামী ১২ জুলাই থেকে শুরু হচ্ছে ভারতীয় দলের ক্যারিবিয়ান সফর।