
ক্রিকেট এবং বলিউড। বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সেলিব্রিটি কাপলদের মধ্যে পড়েন। কোহলির প্রচুর ম্য়াচে অনুষ্কা শর্মাকে দেখা যায় গ্যালারিতে। চিয়ার করতে উপস্থিত থাকেন অনুষ্কা। দুজনের প্রচুর মিষ্টি মুহূর্ত দেখা যায়। এবার সেই বিরাট কোহলির এক নায়িকার বোল্ড ছবিতে লাইক করা নিয়েই বিভ্রাট। হটাৎ এমন কী হল যার জন্য ট্রোলড হচ্ছিলেন কিং কোহলি? এ বার সেই নিয়ে মুখ খুললেন বিরাট। কী বললেন তিনি?
দু-দিন আগের ঘটনা। অভিনেত্রী অবনীত কৌর ইনস্টাগ্রামে বেশ কয়েকটি সাহসী ছবি পোস্ট করেন। পরে ছিলেন একটি সবুজ ক্রপ টপ এবং একটি প্রিন্টেড র্যাপ স্কার্ট। বিরাট কোহলি সেই পোস্টে লাইক করেন এবং পরে আবার ডিজলাইকও করে দিয়েছিলেন। এই পুরো বিষয়টি বিরাট কোহলির ফ্যান পেজে শেয়ার করা হয়। তারপরেই এটি ভাইরাল হয়ে ওঠে।
বিরাট কোহলির থেকে এমন অপ্রত্যাশিত আচরণে কমেন্টের ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। কেউ প্রশ্ন করেন, ‘কোহলি সাহেব, এটা কেমন আচরণ?’ আবার তাঁর ছেলে অকায়কে উদ্দেশ্য করে কমেন্ট, ‘অকায়, ফোনটা বাবাকে দিয়ে দাও।’ এক কথায় ট্রোলিংয়ের ঝড় ওঠে। নীরবতা ভেঙে সব কিছুর জবাব দিয়েছেন কোহলি।
ইনস্টাগ্রামে একটি পোস্ট করে জবাব দিয়েছেন বিরাট। পোস্টে তিনি বলেছেন, ‘আমি স্পষ্ট করে দিতে চাই, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমনটা করিনি। হতে পারে যে আমার ফিড ক্লিয়ার করার সময়, অ্যালগরিদম ভুল করেছে। তাতেই এমন একটা ঘটনা ঘটে গিয়েছে। আমার অনুরোধ, কোনও অপ্রয়োজনীয় অনুমান যাতে না করা হয়।’