কলকাতা: বিরাট কোহলির (Virat Kohli) ভক্তর সংখ্যা গুনে শেষ করা যায় না। দেশে তো বটেই, বিদেশেও তাঁর অগণিত ফ্যানরা রয়েছেন। তাঁর এমন এক পাগল ভক্তর খোঁজ মিলেছে এ বার। যিনি অস্ট্রেলিয়ার মাটিতে কিং কোহলির খেলা দেখতে চেয়েছিলেন। তাই দেরাদুন থেকে ছুটেছেন অ্যাডিলেডে। সফর করেছেন ১০.২৭৯ কিমি। আর সফর শেষ হতে কোহলির সেই ভক্তর স্বপ্নপূরণও হয়েছে। কোহলির সঙ্গে দেখা হওয়ার পর কী অবস্থা হয়েছে সেই ভক্তর?
বিরাটের সেই পাগল ভক্তর নাম শোভিত ভিরমানি। তিনি কোহলিকে নিয়ে বইও লিখেছেন। ইন্সটাগ্রামে একঝাঁক ছবি শেয়ার করে বিরাটের ওই ভক্ত তাঁর সঙ্গে দেখা হওয়ার অনুভূতি শেয়ার করেছেন। তিনি ইন্সটাগ্রাম পোস্টে লেখেন, ‘যখন আমি দেরাদুন থেকে দিল্লিতে যাই, সেই সময় ভাবছিলাম এই সফরটা তখনই আমার জন্য স্মরণীয় হবে অস্ট্রেলিয়ায় যদি বিরাট কোহলির সঙ্গে দেখা হয়। তবে এটা আমি কল্পনাও করতে পারিনি যে প্লেয়াররা এবং দলের সকলে আমার সঙ্গে এত ভালো ব্যবহার করবে। এ ভাবে স্বপ্নপূরণ হতে পারে, আমার জানা ছিল না। ২০১৪ সাল থেকে আমি স্বপ্ন দেখতাম অস্ট্রেলিয়ায় বিরাট কোহলিকে খেলতে দেখব। তবে আমি এটা ভাবিনি যে অ্যাডিলেডে আমার সেই স্বপ্নটা পূরণ হবে। এটা ঈশ্বরের পরিকল্পনা।’
সেখানেই থামেননি কোহলির ওই ভক্ত। তিনি উল্লেখ করেন, বিরাট কোহলি জানেন যে তাঁকে নিয়ে বইও “Virat Kohli -The master of all 3 formats” লিখেছেন তাঁর ওই ভক্ত। বিরাটকে নিজের লেখা বই উপহার দিয়েছেন তাঁর ভক্ত। কোহলি তাঁর সঙ্গে হাসিমুখে ছবি তুলেছেন। অটোগ্রাফ দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই সকল ছবি।