Virat Kohli: আমেদাবাদ টেস্টে সেঞ্চুরি উৎসাহ জুগিয়েছে বিরাটকে!

AB de Villiers: সাড়ে তিন বছর পর টেস্টে সেঞ্চুরি করে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন রানমেশিন। এবি ডিভিলিয়ার্সের সঙ্গে এক খোলামেলা আড্ডায় তেমনটাই জানান কোহলি।

Virat Kohli: আমেদাবাদ টেস্টে সেঞ্চুরি উৎসাহ জুগিয়েছে বিরাটকে!
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Mar 21, 2023 | 6:18 PM

বেঙ্গালুরু: ১২০৫ দিন পর টেস্ট ক্রিকেটে সেঞ্চুরির দেখা পেয়েছেন বিরাট কোহলি। ২৭ থেকে ২৮ তম সেঞ্চুরিতে আসতে ৪১ ইনিংস সময় লেগেছে ভারতের প্রাক্তন অধিনায়কের। খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন বিরাট কোহলি। ২০১৯ সালের নভেম্বরে কলকাতার ইডেন গার্ডেন্সে দিন রাতের টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন কোহলি। এরপর আর টেস্টে শতরান করতে পারেননি তিনি। মাঝে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করে খরা কাটিয়েছিলেন বিরাট। সাড়ে তিন বছর পর টেস্টে সেঞ্চুরি করে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন রানমেশিন। এবি ডিভিলিয়ার্সের সঙ্গে এক খোলামেলা আড্ডায় তেমনটাই জানান কোহলি। আরসিবিতে একসঙ্গে দীর্ঘ কয়েক বছর খেলার সুবাদে ডি’ভিলিয়ার্সের সঙ্গে বেশ ভালো বন্ধুত্ব রয়েছে বিরাটের। এক ইউটিউব চ্যানেলে এবিডির সঙ্গে আড্ডা দিতে দিতেই আমেদাবাদ টেস্টের সেঞ্চুরির কথা জানান কোহলি। বিস্তারিত TV9Bangla-য়।

আমেদাবাদ টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৮৬ রান করেন বিরাট। কঠিন সময় পেরিয়ে স্বমহিমায় ফেরার পর এবিডিকে কোহলি বললেন, ‘আমরা দু’জনেই জানি টেস্ট ক্রিকেটের কী মাহাত্ম্য। দু’জনে একসঙ্গে দীর্ঘদিন খেলেছি। টি-টোয়েন্টি আর একদিনের ম্যাচে পারফর্ম করলেও, টেস্টে রান পাচ্ছিলাম না। সেই যন্ত্রণা আমাকে তাড়া করে বেড়াচ্ছিল। তবে এটা ঠিক, অনেক কঠিন হার্ডল পেরিয়েই সাফল্য ধরা দেয়। টেস্ট এমন একটা ফরম্যাট, যেখানে ৭-৮ ঘণ্টা ধৈর্য ধরে ব্যাটিং করতে হয়। অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে কাজটা আরও কঠিন হয়ে ওঠে। তবে এই কঠিন পরিস্থিতিতে ব্যাটিং করতে বেশ উপভোগ করি।’

কোহলি আরও বলেন, ‘আমি হয়তো ভদ্রস্থ রান পাচ্ছিলাম ঠিকই। তবে নিজের ব্যাটিং নিয়ে খুশি ছিলাম না। দেশের জন্য নিজের সেরাটা দিতে পারলে সবসময়ই ভালো লাগে। তবে আমি সবসময় বড় রান করার চেষ্টায় ছিলাম। আর সেটা না করতে পারায় অস্বস্তি আরও তাড়া করছিল। হোম হোক কিংবা অ্যাওয়ে, টানা ব্যর্থ হচ্ছিলাম। তবে যখনই সেঞ্চুরি করি, তখনই তা আমাকে শান্ত করে। একই সঙ্গে আরও একটা সেঞ্চুরি করার উৎসাহ পাই।’