Virat Kohli Record: আইপিএলে বিরাট রেকর্ড, বিদেশি তারকাকে ছাপিয়ে শীর্ষে কিং কোহলি

IPL 2025, Punjab Kings vs Royal Challengers Bengaluru: একটা পরিণত হাফসেঞ্চুরি প্লাস ইনিংস। আইপিএলের মঞ্চে এটি তাঁর ৬৭তম হাফসেঞ্চুরি। আর তাতেই ছাপিয়ে গেলেন বিদেশি ক্রিকেটারকে। আইপিএলে সবচেয়ে বেশি হাফসেঞ্চুরির তালিকায় শীর্ষে এখন কিং কোহলিই।

Virat Kohli Record: আইপিএলে বিরাট রেকর্ড, বিদেশি তারকাকে ছাপিয়ে শীর্ষে কিং কোহলি
Image Credit source: BCCI

Apr 20, 2025 | 6:46 PM

বিরাট কোহলি এবং আরও একটি রেকর্ড। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ছন্দ ওঠা-নামা করছে। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে একশোটি হাফসেঞ্চুরি ছিল বিরাট কোহলির। এশিয়ার কোনও ব্যাটারের এই রেকর্ড নেই। এ বার আইপিএলেও ইতিহাস গড়লেন। পঞ্জাব কিংসের বিরুদ্ধে দুরন্ত হাফসেঞ্চুরি বিরাট কোহলির। যদিও বিধ্বংসী নয়। বরং একটা পরিণত হাফসেঞ্চুরি প্লাস ইনিংস। আইপিএলের মঞ্চে এটি তাঁর ৬৭তম হাফসেঞ্চুরি। আর তাতেই ছাপিয়ে গেলেন বিদেশি ক্রিকেটারকে। আইপিএলে সবচেয়ে বেশি হাফসেঞ্চুরির তালিকায় শীর্ষে এখন কিং কোহলিই।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে বেশি হাফসেঞ্চুরি ছিল ডেভিড ওয়ার্নারের। আইপিএলে দুটো ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন অজি তারকা ডেভিড ওয়ার্নার। সানরাইজার্স হায়দরাবাদকে ট্রফিও দিয়েছেন। পরে খেলেছেন দিল্লি ক্যাপিটালসেও। এ বারের মেগা অকশনে অবশ্য টিম পাননি। আইপিএলে ১৮৪ ম্যাচে ৬৬টি হাফসেঞ্চুরি ছিল ডেভিড ওয়ার্নারের। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচেই তাঁকে ছুঁয়ে ফেলেছিলেন বিরাট কোহলি।

পঞ্জাব কিংসের বিরুদ্ধে ঘরের মাঠে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন বিরাট কোহলি। একদিনের ব্যবধানে পঞ্জাব কিংসের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে দুর্দান্ত ইনিংস। টি-টোয়েন্টি কেরিয়ারে সব মিলিয়ে ১০১টি হাফসেঞ্চুরি করলেন বিরাট কোহলি। তেমনই আইপিএলের মঞ্চে ৬৭টি হাফসেঞ্চুরিতে ছাপিয়ে গেলেন বিদেশি তারকা ডেভিড ওয়ার্নারকে।