Gambhir-Kohli: গৌতম গম্ভীর হলেন কোচ, বিরাট কোহলির সঙ্গে আলোচনাই করল না বোর্ড; তা হলে কি…

Jul 11, 2024 | 3:23 PM

Indian Cricket Team Head Coach: গৌতম গম্ভীরের ক্ষুরধার মস্তিস্ক, আগ্রাসী মেজাজ এবং সঠিক পরিকল্পনা ভারতীয় ক্রিকেটের উন্নতি করবে। এ কথা বলছে ক্রিকেট মহল। বোর্ডও গৌতমের জয়ী মনোভাবকে কাজে লাগাতে চাইছে। ভবিষ্যতের দিকে তাকিয়ে তাই কোচ করা হয়েছে গম্ভীরকে।

Gambhir-Kohli: গৌতম গম্ভীর হলেন কোচ, বিরাট কোহলির সঙ্গে আলোচনাই করল না বোর্ড; তা হলে কি...
Gambhir-Kohli: গৌতম গম্ভীর হলেন কোচ, বিরাট কোহলির সঙ্গে আলোচনাই করল না বোর্ড; তা হলে কি...
Image Credit source: PTI FILE

Follow Us

কলকাতা: দিন দুয়েক আগে ভারতের নতুন হেড কোচ হয়েছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। দু’বারের বিশ্বজয়ী গৌতম যখন ভারতের কোচ হতে পারেন শোনা যাচ্ছিল, সেই সময় থেকেই অনেকেই মনে করছিলেন তাঁর সঙ্গে বিরাট কোহলির (Virat Kohli) ঝামেলা ভারতীয় টিমে দেখা যেতে পারে। ২০২৩ সালের আইপিএলের সময় বিরাট ও গম্ভীরের ঝামেলা ছিল হট টপিক। কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়েননি। এ বছর অবশ্য আইপিএলের সময় কোহলি ও গম্ভীরের সমীকরণ বদলে যায়। তাঁরা একে অপরকে জড়িয়ে ধরেন। হেসে কথা বলেন। বোঝা যায়, তাঁদের তিক্ত সম্পর্ক শেষ। ফলে গৌতম ভারতের হেড কোচ হলে বিরাটের সঙ্গে কোনও ঝামেলা হওয়ার কথা নয়। এ বার জানা গিয়েছে, গম্ভীরকে কোচ করার আগে বিরাটের সঙ্গে আলোচনাই করেনি বোর্ড। তা হলে কী…

আসলে টিমের কোচ বদল হওয়ার আগে সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করবে বোর্ড, সেটাই স্বাভাবিক। কিন্তু গৌতমের ক্ষেত্রে কেন বিরাটের সঙ্গে বোর্ড আলোচনা করল না, এই বিষয়টি নিয়ে জল্পনা শুরু হয়েছে। বোর্ডের এক কর্তা হিন্দুস্থান টাইমসকে বলেছেন, ‘ওদের দু’জনের কাছে আলোচনার অনেক সময় রয়েছে। কিন্তু বোর্ডের আসল কাজ ছিল বৃহত্তর স্বার্থের কথা মাথায় রাখা। কারণ আগামী কয়েক বছর প্রচুর প্রতিভাবান তরুণ ক্রিকেটাররা দলে সুযোগ পাবে। তাঁদের সঠিক পথে চালনা করার জন্য সঠিক ব্যক্তিকে প্রয়োজন ছিল।’

গৌতমের ক্ষুরধার মস্তিস্ক, আগ্রাসী মেজাজ এবং সঠিক পরিকল্পনা ভারতীয় ক্রিকেটের উন্নতি করবে। এ কথা বলছে ক্রিকেট মহল। বোর্ডও গৌতমের জয়ী মনোভাবকে কাজে লাগাতে চাইছে। ভবিষ্যতের দিকে তাকিয়ে তাই কোচ করা হয়েছে গম্ভীরকে। তাঁকে কোচ করার আগে হার্দিক পান্ডিয়ার সঙ্গে বোর্ড আলোচনা করেছিল। কারণ, যা পরিস্থিতি শোনা যাচ্ছে ফের টি-২০ ক্রিকেটে ভারতীয় টিমের দায়িত্ব নিতে চলেছেন হার্দিক। তা হলে বিরাটের মতো সিনিয়র ক্রিকেটারের সঙ্গে কেন আলোচনা করল না বোর্ড? আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বিরাট। বোর্ডও কি ধরে নিয়েছে, যে কেরিয়ারের শেষ প্রান্তেই পৌঁছে গিয়েছেন বিরাট? তিনি এখনও ২-৩ বছর কোনও না কোনও ফর্ম্যাটে খেলবেন। তাই যদি হয়, তা হলে বিরাটকে যেমন অস্বস্তিতে রাখা হল, তেমনই গম্ভীরকেও কাঁটাহীন মুকুট দেওয়া হল না।

Next Article