কলকাতা: একাধিক প্রতিপক্ষ টিমের বোলারদের ত্রাস বিরাট কোহলি (Virat Kohli)। তিনি মাঠে নামলে কালঘাম ছুটে যায় প্রতিপক্ষ ফিল্ডারদেরও। বিরাট কোহলিকে ২২ গজে রান করা থেকে থামানো যে কঠিন, এটা সকলেই জানেন। কোহলির বিরুদ্ধে বল করার জন্য অনেক বোলার বিশেষ পরিকল্পনাও করে থাকেন। এ বারের আইপিএলে (IPL) বিরাট কোহলিকে নিয়ে ভীষণ আলোচনা হচ্ছে। রান তিনি ঠিকই পাচ্ছেন। কিন্তু যত আলোচনা তাঁর স্ট্রাইক রেট নিয়ে। এই সবের মাঝে কিং কোহলি জানালেন, ঠিক তিনি সবচেয়ে বেশি ভয় পান কিসে।
২২ গজে নামার সময় বিরাট কোহলি ভয় পান না। তাঁর ভয় ঠিক অন্য জায়গায়। সম্প্রতি আরসিবির এক পডকাস্টে কিং কোহলি জানিয়েছেন, সবচেয়ে তিনি কোন বিষয়ে ভয় পান। তাঁর মতো অন্যতম শক্তিশালী ব্যাটারের ভয় পাওয়া নিয়ে জানতে বিন্দুমাত্র আগ্রহ কম নেই অনুরাগীদের। এ বার আরসিবির পডকাস্টে কোহলি ভক্তদের সেই জানার আকাঙ্খাও পূর্ণ হল।
ঠিক কোন জায়গায় বিরাট কোহলি ভীতু হয়ে যান?
তিনি বলেছেন, ‘আমি টারবুল্যান্সে খুব ভয় পাই। ওই সময় আমাকে বোকার মতো দেখতে লাগে। কেউ তখন আমাকে দেখলেই বলবে আমি বোকা। যখনই এয়ার টারবুল্যান্স হয়, সেই সময় আমি প্রথমেই সিটের দু’পাশ চেপে ধরি। আমার ওই সময় মনের মধ্যে চলতে থাকে আমি শেষ।’
RCB Podcast: Trailer 🎙️
What does it take to make a tournament like the IPL happen? Home venue, Travel and Stay, Nutrition and Fitness, Umpiring, Broadcasting, Time with Family, Scouting, Auction and more… 👀
We take you behind the scenes of the #IPL on @bigbasket_com presents… pic.twitter.com/wnyEF1ZfpW
— Royal Challengers Bengaluru (@RCBTweets) April 10, 2024
জানেন এয়ার টারবুল্যান্স কী? আকাশ পথে বিমান চলাচলের সময় এটি হয়ে থাকে। এই ধরনের সমস্যায় অনেক যাত্রীই ভয় পান। মূলত, বায়ুপ্রবাহের চাপ ও বিমানের গতিবেগের আকস্মিক পরিবর্তন হলে বিমানে একটি ধাক্কা লাগতে পারে। আবহাওয়ার কারণে ঘটা সমস্যাগুলির মধ্যে অন্যতম হল এয়ার টারবুল্যান্স।
এ বারের আইপিএলে এখনও অবধি ৫টি ম্যাচে খেলেছে আরসিবি। তাতে জয় মাত্র ১টিতে। তবে ৫ ম্যাচে ৩১৬ রান করে অরেঞ্জ ক্যাপ দখলে রেখেছেন কিং কোহলি। দ্বিতীয় স্থানে থাকা সাই সুদর্শনের তাঁর থেকে ব্যবধান অনেকটাই। কারণ, গুজরাটের তরুণ তুর্কি ৫ ম্যাচে করেছেন ১৯১ রান।