Rohit Sharma-Virat Kohli: বিরাট-রোহিতের অবসর নেওয়া উচিত? ক্রিস গেইল যা বলছেন…
Indian Cricket: আইপিএলের পর ইংল্যান্ড সফরে যাবে ভারত। আবারও এই প্রসঙ্গ উঠছে। বিশ্বকাপ জিতে টি-টোয়েন্টি ফর্ম্যাট থেকে আগেই অবসর ঘোষণা করে ফেলেছিলেন বিরাট-রোহিত। বাকি দুই ফর্ম্যাট থেকেও অবসর নেওয়ার সময় এসেছে রো-কো জুটির? এই নিয়ে মুখ খুললেন ক্রিস গেইল।

বিরাট-রোহিতের অবসর প্রসঙ্গ নতুন নয়। ভারতীয় দলের কোনও টুর্নামেন্ট,সিরিজ কিংবা বিদেশ সফর থাকলেই বারবার এই প্রশ্নে উঠে আসছে। বর্ডার-গাভাসকর ট্রফির সময়ও এই প্রশ্ন উঠেছিল। বলা হচ্ছিল, এই সিরিজ খেলে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে পারেন। তা অবশ্য হয়নি। চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। কিছুটা থেমেছিল এই আলোচনা। আইপিএলের পর ইংল্যান্ড সফরে যাবে ভারত। আবারও এই প্রসঙ্গ উঠছে। বিশ্বকাপ জিতে টি-টোয়েন্টি ফর্ম্যাট থেকে আগেই অবসর ঘোষণা করে ফেলেছিলেন বিরাট-রোহিত। বাকি দুই ফর্ম্যাট থেকেও অবসর নেওয়ার সময় এসেছে রো-কো জুটির? এই নিয়ে মুখ খুললেন ক্রিস গেইল।
ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার বিরাট-রোহিতের সঙ্গে প্রচুর সময় কাটিয়েছেন। দু-জনকে খুব ভালো ভাবেই চেনেন। বিরাটকে আরও বেশি। ইনসাইড স্পোর্টসে সাক্ষাৎকারে বিরাট কোহলি সম্পর্কে বলেছেন ‘বিরাট একজন অসাধারণ খেলোয়াড়। পরিসংখ্যানই ওর বিষয়ে সবকিছু বলে দেয়। আন্তর্জাতিক ক্রিকেটে ৮০ টি (৮২)সেঞ্চুরি করে ফেলেছেন। ক্রিকেটকে ওর এখনও অনেক কিছু দেওয়ার আছে। আমরা বিরাটকে যতদিন সম্ভব টি-টোয়েন্টিতেও খেলতে দেখতে চাই।’
রোহিত শর্মা এবং বিরাটের ওয়ান ডে এবং টেস্ট থেকে অবসরের ইস্যুটি নিয়ে গেইল মনে করেন, এখনই ওদের অবসর নেওয়া উচিত নয়। গেইল বলেছেন, ‘আমার মনে হয় না যে ওদের এখন অবসর নেওয়া উচিত। দু-জনেরই এখনও অনেক কিছু করা বাকি। কোনও একটা সিরিজ ভালো না গেলে, সবসময়ই জল্পনা-কল্পনা থাকে। ওরা টিম ইন্ডিয়ার জন্য জরুরি। ওদের নিয়ে আলোচনা হওয়াটা নতুন নয়। আমি এটা অনুভব করতে পারি।’
গেইল আরও বলেছেন,’একজন খেলোয়াড়ের উপর এটা প্রভাব ফেলে। আমি এটার অভিজ্ঞতা পেয়েছি। কেউই ওদের সরিয়ে দেওয়া হোক চায় না। আমার মনে হয় ওদের টেস্টে আরও অনেক কিছু বাকি আছে, বিশেষ করে বিরাটের। ওরা বুঝতে পারবে কখন সময় এসেছে এবং সিদ্ধান্ত নেবে। ওদের নিজেদের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া উচিত। ওরা এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য খুবই যোগ্য।’ এই দু-জনকেই যে ইংল্যান্ড সফরে দেখতে চান, পরিষ্কার করে দিয়েছেন গেইল।





