Indian Cricket: নিজের মর্জি নয়, দেশে ফিরলেই রোহিত-বিরাটকে নিয়ে বড় সিদ্ধান্তের পথে বোর্ড!

Jan 06, 2025 | 8:00 PM

Border-Gavaskar Trophy: রবি শাস্ত্রীর মতো প্রাক্তন কোচ ধারাভাষ্যে বলেছিলেন বিরাট আরও ২-৩ বছর খেলবে। সুনীল গাভাসকর-ইরফান পাঠানের মতো প্রাক্তনরা আবার টিমে বিরাট-রোহিতের জায়গা নিয়ে প্রশ্ন তুলেছেন। বিরাট-রোহিত কি নিজের মর্জি মতো অবসর সিদ্ধান্ত নিতে পারবেন?

Indian Cricket: নিজের মর্জি নয়, দেশে ফিরলেই রোহিত-বিরাটকে নিয়ে বড় সিদ্ধান্তের পথে বোর্ড!
Image Credit source: PTI FILE

Follow Us

রোহিত শর্মা কি অবসরের পথে? কিংবা বিরাট কোহলি কি টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়াবেন? এমন নানা প্রশ্নই উঠছে। সিডনি টেস্টে রোহিত শর্মা একাদশে না থাকায় অবসর জল্পনা জোরালো হয়েছিল। যদিও পরদিন সম্প্রচারকারী চ্যানেলে রোহিত পরিষ্কার করে দেন, তিনি শুধু সিডনি টেস্টের জন্যই সরে দাঁড়িয়েছেন, ক্রিকেট থেকে নয়। বিরাট কোহলি কোনও ইঙ্গিত দেননি। বরং, রবি শাস্ত্রীর মতো প্রাক্তন কোচ ধারাভাষ্যে বলেছিলেন বিরাট আরও ২-৩ বছর খেলবে। সুনীল গাভাসকর-ইরফান পাঠানের মতো প্রাক্তনরা আবার টিমে বিরাট-রোহিতের জায়গা নিয়ে প্রশ্ন তুলেছেন। বিরাট-রোহিত কি নিজের মর্জি মতো অবসর সিদ্ধান্ত নিতে পারবেন? রিপোর্ট কিন্তু তেমন বলছে না।

গত চার-বছর টেস্ট ক্রিকেটে ধারাবাহিকতা দেখাতে পারেননি বিরাট কোহলি। সদ্য সমাপ্ত বর্ডার-গাভাসকর ট্রফিতে একটি সেঞ্চুরি করেছিলেন। বাকি সাত ইনিংসে হতাশ করেছেন। তার আগে ঘরের মাঠে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেও পারফর্ম করতে পারেননি। রোহিতের পরিস্থিতি আরও সঙ্গীন। ক্যাপ্টেন্সির পাশাপাশি তাঁর ব্যাটিং ভারতীয় টিমের মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে। এই দুই কিংবদন্তিকে নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে বোর্ড। তাঁরা অস্ট্রেলিয়া থেকে ফিরলেই হয়তো সভা।

সর্বভারতীয় সংবাদমাধ্যম দৈনিক জাগরণের খবর অনুযায়ী, নিজে থেকে অবসর নিতে তৈরি নন রোহিত শর্মা কিংবা বিরাট কোহলি। তাঁরা খেলা চালিয়ে যেতেই ইচ্ছুক। অজিত আগরকরের নেতৃত্বাধীন দল নির্বাচন কমিটির কাছে তাঁদের সরিয়ে দেওয়াটাও যে কঠিন কাজ, এ বিষয়ে দ্বিমত নেই। তবে দেশে ফেরার পর এই দুই ক্রিকেটারকে নিয়ে বোর্ড কড়া সিদ্ধান্ত নিতে পারে বলেই খবর। তাঁদের হয়তো সরাসরি অবসরের কথা বলা হবে না, তবে সিদ্ধান্ত জানতে চাওয়া হতে পারে।

এই খবরটিও পড়ুন

শুধু তাই নয়, জয় শাহর জায়গায় বোর্ডের সচিব হতে চলা দেবজিৎ সইকিয়া এবং কোষাধ্যক্ষ প্রভতেজ ভাটিয়ার মধ্যে কোহলির সাম্প্রতিক আউটের ধরন নিয়ে একপ্রস্থ আলোচনা হয়েছে, এমনটাও বলা হয়েছে দৈনিক জাগরণের এই রিপোর্টে।

Next Article