Virat Kohli: হঠাৎ করে উল্টে গেল হিসেবে, আরসিবিতে আবার ক্যাপ্টেন বিরাট কোহলি?

অভিষেক সেনগুপ্ত | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 30, 2024 | 5:50 PM

RCB, IPL: ২০১৩ সালে আরসিবির ক্যাপ্টেন হয়েছিলেন। ২০২১ সাল পর্যন্ত দায়িত্ব সামলেছেন। এই পর্বে ১৪৩টা ম্যাচে টিমকে নেতৃত্ব দিয়েছেন বিরাট। তার মধ্য়ে ২০১৬ সালে খেতাব জেতার খুব কাছে পৌঁছে গিয়েছিলেন বিরাট। তিনি দায়িত্ব ছাড়ার পর ফাফ দু'প্লেসিকে দেওয়া হয় নেতৃত্ব।

Virat Kohli: হঠাৎ করে উল্টে গেল হিসেবে, আরসিবিতে আবার ক্যাপ্টেন বিরাট কোহলি?
Virat Kohli: হঠাৎ করে উল্টে গেল হিসেবে, আরসিবিতে আবার ক্যাপ্টেন বিরাট কোহলি?
Image Credit source: X

Follow Us

কলকাতা: শুরু যেমন করেছেন, শেষও করতে চান। যে দিন নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন, এমনই ছিল তাঁর মন্তব্য। তা অতীত হতে সময় লাগল না। আবার তাঁকে ক্যাপ্টেন হিসেবে দেখা যাবে। সত্যিই কি তেমন কিছু হতে পারে? এখনও বিশ্বাস করতে পারছেন না অনেকেই। কিন্তু আইপিএলের দুনিয়ায় সব কিছুই সম্ভব। তাই সব হিসেব উল্টে দিয়ে আবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্যাপ্টেন হিসেবে ফিরছেন বিরাট কোহলি (Virat Kohli)। গত মরসুমটা খারাপ গিয়েছে। কিন্তু বিরাটের কাছে আরসিবি (RCB) যেমন, আরসিবির কাছে তেমন বিরাট। বিশ্ব ক্রিকেটের সুপারস্টার আবার যে আরসিবির হটসিটে বসতে চলেছেন।

২০১৩ সালে আরসিবির ক্যাপ্টেন হয়েছিলেন। ২০২১ সাল পর্যন্ত দায়িত্ব সামলেছেন। এই পর্বে ১৪৩টা ম্যাচে টিমকে নেতৃত্ব দিয়েছেন বিরাট। তার মধ্য়ে ২০১৬ সালে খেতাব জেতার খুব কাছে পৌঁছে গিয়েছিলেন বিরাট। তিনি দায়িত্ব ছাড়ার পর ফাফ দু’প্লেসিকে দেওয়া হয় নেতৃত্ব। কিন্তু কাঙ্খিত সাফল্য আসেনি। তার মধ্যে ফাফের বয়স যথেষ্ট বেড়েছে। ৪০ পার করেছেন তিনি। তাঁর বিকল্প হিসেবে নতুন মুখের কথা ভাবা হচ্ছিল। কিন্তু এমন কাউকে টিম তুলে ধরতে চাইছিল, যিনি মুখ হবেন। টিমকে অনুপ্রাণিত করতে পারবেন। সমর্থকদের আবার ট্রফির স্বপ্ন দেখাতে পারবেন। বিরাটের থেকে ভালো নেতা আর কে হতে পারতেন।

এই খবরটিও পড়ুন

তবে বিরাটের সম্মতি পাওয়া ছিল বড় ব্যাপার। টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী, ফ্র্যাঞ্চাইজি কর্তারা বেশ কয়েকবার আলোচনায় বসার পর শেষ পর্যন্ত রাজি হয়েছেন বিরাট। এর একটা অন্য দিকও থাকতে পারে। ক্রিকেট জীবনের প্রায় শেষ দিকে চলে এসেছেন বিরাট। কিন্তু কখনও আইপিএল জেতেননি। বিরাটের মতো বড় মাপের ক্রিকেটারের কাছে আক্ষেপের। তা মেটাতে যে চান তিনি, তা ক্যাপ্টেন্সি ফিরিয়ে নেওয়ার মধ্যে দিয়েই প্রমাণ হয়ে যাচ্ছে। খবর অনুযায়ী বিরাট যদি সত্যিই নেতৃত্বে ফেরেন, তা হলে কিন্তু সমর্থকরাও নতুন করে তেতে যাবেন।

Next Article