মোহালি: কেরিয়ারের ১০০তম টেস্ট ম্যাচে (Virat Kohli’s 100th Test) খেলতে নামার আগে বেশ ফুরফুরে মেজাজেই নেট প্র্যাক্টিস করতে দেখা গিয়েছিল বিরাট কোহলিকে (Virat Kohli)। দ্বাদশ ভারতীয় ক্রিকেটার হিসেবে ১০০তম টেস্টে খেলার মাইলস্টোন গড়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। রেকর্ড ম্যাচ খেলতে গিয়ে শুরুতে (মোহালি টেস্টের প্রথম দিন) বেশ নার্ভাস দেখাচ্ছিল কোহলিকে। কিন্তু ধীরে ধীরে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ব্যাট চালাতে থাকেন ভিকে। ব্যাক্তিগত ৪৫ রান করে মাঠ ছাড়েন কোহলি। তবে বহুকাঙ্খিত টেস্ট সেঞ্চুরিটা প্রথম ইনিংসে আসেনি কোহলির ব্যাট থেকে। দ্বিতীয় ইনিংসে তাঁর সুযোগ থাকবে নিজের মাইলস্টোন ম্যাচকে আরও স্মরণীয় করে রাখার।
নেটে নিজেকে উজাড় করে দেওয়ার পাশাপাশি ২২ গজেও বিরাটের ব্যাট কথা বলে। একই সঙ্গে পাঞ্জাবি গানে বরাবরই বুঁদ কোহলি। মোহালি টেস্টের অনুশীলনের ফাঁকে তাই ব্যাট হাতে কোহলিকে সম্প্রতি জনপ্রিয় এক পাঞ্জাবি গান গাইতেও শোনা গিয়েছে। নেট প্র্যাক্টিসের ফাঁকে কোন পাঞ্জাবি গান গাইছিলেন কোহলি? ‘ব্রাউন মুন্ডে’-খ্যাত জনপ্রিয় পাঞ্জাবি গায়ক এপি ধিলোনের ‘কেহদি হুন্ডি সি’- গানখানাই গুনগুন করে গাইছিলেন ভিকে। আর সোশ্যাল মিডিয়াতে সেই ছোট্ট ভিডিয়ো ক্লিপ রীতিমতো ভাইরাল।
দেখুন সেই ভাইরাল ভিডিও…
@imVkohli Singing a Song During the Practice Session ??? ?@apdhillxn #ViratKohli #INDvSL pic.twitter.com/Kr4H7or9sl
— virat_kohli_18_club (@KohliSensation) March 3, 2022
মোহালি টেস্টের প্রথম দিন কোহলি সেঞ্চুরি না পেলেও, সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন ঋষভ পন্থ। ৯৬ রান করে ড্রেসিংরুমে ফেরেন পন্থ। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিন ৬ উইকেটের বিনিময়ে ৩৫৭ রান করে থেমেছিল ভারত। সেখান থেকে দ্বিতীয় দিন দুটো সেশন খেলে ১২৯.২ ওভারে ৮ উইকেট হারিয়ে ৫৭৪ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করল রোহিতের ভারত। ১৭৫ রানে অপরাজিত রইলেন রবীন্দ্র জাডেজা। জাড্ডুর ১৭৫ রানের দুর্ধর্ষ ইনিংস সাজানো ছিল ১৭টি চার ও ৩টি ছয় দিয়ে। দ্বিতীয় দিন জাডেজার পাশাপাশি ২০ রানে নট আউট থেকে মাঠ ছাড়লেন মহম্মদ সামি।
আরও পড়ুন: India vs Sri Lanka: ‘রকস্টার’ জাডেজা ভেঙে দিলেন কপিলের ৩৫ বছরের পুরনো রেকর্ড
আরও পড়ুন: India vs Sri Lanka: ওয়ার্ন-মার্শ স্মরণে কালো আর্মব্যান্ড পরে খেলছেন রোহিত-করুণারত্নেরা