India vs Sri Lanka: ওয়ার্ন-মার্শ স্মরণে কালো আর্মব্যান্ড পরে খেলছেন রোহিত-করুণারত্নেরা

মোহালিতে আজ ভারত-শ্রীলঙ্কা (India vs Sri Lanka) প্রথম টেস্টের দ্বিতীয় দিন রডনি মার্শ ও শেন ওয়ার্নকে স্মরণ করে ম্যাচ শুরু হওয়ার আগে নীরবতা পালন করে দুই দল।

India vs Sri Lanka: ওয়ার্ন-মার্শ স্মরণে কালো আর্মব্যান্ড পরে খেলছেন রোহিত-করুণারত্নেরা
India vs Sri Lanka: ওয়ার্ন-মার্শ স্মরণে কালো আর্মব্যান্ড পরে খেলছেন রোহিত-করুণারত্নেরা
Follow Us:
| Edited By: | Updated on: Mar 05, 2022 | 10:24 AM

মোহালি: ৪ মার্চ বিশ্ব ক্রিকেটের কাছে ‘ব্ল্যাক ফ্রাইডে’ হয়ে রয়ে গেল। শুক্রবার সকালে অস্ট্রেলিয়ার (Australia) কিংবদন্তি উইকেটকিপার রডনি মার্শ (Rod Marsh) প্রয়াত হন। তাঁর মৃত্যুতে টুইট করে শোকজ্ঞাপন করেন এবং শ্রদ্ধা জানান অজি তারকা স্পিনার শেন ওয়ার্ন (Shane Warne)। আর সেই ওয়ার্নই সকলকে চমকে দিয়ে না ফেরার দেশে পাড়ি দিলেন শুক্রবার সন্ধেতে। ৫২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘ওয়ার্নি’। স্বাভাবিকভাবেই তাঁর মৃত্যুতে শোকের ছায়া ক্রিকেটমহলে। সারা বিশ্বজুড়ে ওয়ার্নারের ভক্ত রয়েছে অগণিত। প্রিয় তারকার অকালপ্রয়াণে হতবাক সকলেই।

ওয়ার্ন-মার্শের মৃত্যুর ছাপ দেখা গেল ভারতেও। মোহালিতে আজ ভারত-শ্রীলঙ্কা (India vs Sri Lanka) প্রথম টেস্টের দ্বিতীয় দিন রডনি মার্শ ও শেন ওয়ার্নকে স্মরণ করে ম্যাচ শুরু হওয়ার আগে নীরবতা পালন করে দুই দল। এবং তাঁদের স্মরণে আজ কালো আর্মব্যান্ড পরে খেলছেন রোহিত-করুণারত্নেরা।

বিসিসিআইয়ের টুইটারে টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের কালো আর্মব্যান্ড পরা ছবি পোস্ট করে লেখা হয়, “গতকাল মারা যাওয়া রডনি মার্শ ও শেন ওয়ার্নের জন্য প্রথম টেস্টের দ্বিতীয় দিনে খেলা শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হযল। ভারতীয় ক্রিকেট দলও আজ কালো আর্মব্যান্ড পরবে।”

ওয়ার্নের টেস্ট অভিষেক হয়েছিল ভারতের বিরুদ্ধে ২ জানুয়ারি, ১৯৯২। ক্রিকেট কেরিয়ারে টেস্ট তিনি ১৪৫টি টেস্টে ৭০৮টি উইকেট পেয়েছিলেন। ১০ উইকেট পেয়েছেন ১০ বার এবং ৫ উইকেট নিয়েছিলেন ৩৭ বার। ওয়ান ডে ক্রিকেটে অভিষেক হয় ২৪ মার্চ, ১৯৯৩ প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। একদিনের ম্যাচ খেলেছিলেন ১৯৪ টি। তাতে প্রাপ্তি ২৯৩ উইকেট।

আরও পড়ুন: IND vs SL 1st Test Day 2 Live: জাডেজা-অশ্বিন জুটিতে ভর করে ৪০০-রানের দিকে এগোচ্ছে টিম ইন্ডিয়া

আরও পড়ুন: Shane Warne: চলে গেলেন ক্রিকেটের বরপুত্র শেন ওয়ার্ন

আরও পড়ুন: India vs Sri Lanka: ৪৫ করেও আক্ষেপ নেই বিরাটের