
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন মরসুমে দুর্দান্দ ছন্দে বিরাট কোহলি। তবে তাঁর পরিস্থিতিও দলের মতোই ছিল। ঘরের মাঠ অর্থাৎ চিন্নাস্বামী স্টেডিয়ামে ব্যাট হাতে ভরসা দিতে পারছিলেন না। অথচ অ্যাওয়ে ম্যাচগুলিতে চোখ ধাঁধানো পারফর্ম করছিলেন। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি হাফসেঞ্চুরির রেকর্ড এখন বিরাট কোহলির দখলেই। আইপিএলে হাফসেঞ্চুরির কিং, এ মরসুমে পঞ্চম অর্ধশতরান করলেন। কিন্তু হোম গ্রাউন্ডে মরসুমের প্রথম।
চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল লড়াই। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দ্বিতীয় লেগের ম্যাচ খেলছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথমে ব্যাট করে ২০৫ রানের বড় স্কোর গড়ে আরসিবি। আর এই পথেই অনবদ্য একটা ইনিংস। টস জিতে আরসিবিকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিল রাজস্থান রয়্যালস। তারপরই বিরাট ধামাকা। প্রথমে ব্যাটিংয়ে নেমে ফিল সল্টের সঙ্গে দুর্দান্ত জুটি গড়েন বিরাট কোহলি। যদিও দলীয় ৬১ রানে ওপেনিং পার্টনারকে হারান।
তিনে নামা দেবদত্ত পাড়িক্কলকে নিয়ে আরও একটা চোখ ধাঁধানো জুটি। অবশেষে ৪২ বলে ৭০ রানে ফেরেন বিরাট কোহলি। বিশ্ব ক্রিকেটে বিরাট পরিচিত চেজমাস্টার নামেই। প্রথমে ব্যাট করে তাঁর ব্যাট যত না বেশি জ্বলে উঠেছে, রান তাড়ায় তুলনামূলক বেশি। টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমে ব্যাট করে সবচেয়ে বেশি হাফসেঞ্চুরি ছিল পাকিস্তানের ব্যাটার বাবর আজমের। এ দিন সেই রেকর্ডও ছাপিয়ে গেলেন বিরাট কোহলি। টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাট করে এটি কোহলির ৬২তম হাফসেঞ্চুরি। বাবরের রয়েছে ৬১টি।