Virat Kohli: এক টিমে খেলবেন বিরাট কোহলি-বাবর আজম! যেভাবে সম্ভব…

Sep 11, 2024 | 8:25 PM

Virat Kohli and Babar Azam: এশিয়া টিমের হয়ে খেলেছিলেন বীরেন্দ্র সেওয়াগ, ইরফান পাঠান, ইনজামাম উল হক, শোয়েব আখতার, অনিল কুম্বলে, শাহিদ আফ্রিদিরা। অন্য দিকে, আফ্রিকা একাদশের হয়ে খেলেছিলেন শন পোলক, জ্যাক কালিস, টাটেন্ডা তাইবুরা। শীঘ্রই কি তেমন কিছু দেখা যেতে পারে?

Virat Kohli: এক টিমে খেলবেন বিরাট কোহলি-বাবর আজম! যেভাবে সম্ভব...
Image Credit source: Matthew Lewis-ICC/ICC via Getty Images

Follow Us

এক টিমে খেলবেন বিরাট কোহলি, বাবর আজম! চিরপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠবেন সতীর্থ! এমনটাও সম্ভব? অসম্ভব নয়। অতীতে ভারত-পাকিস্তান ক্রিকেটাররা এক টিমে খেলেছেন। ২০০৫ সালে প্রথম বার আয়োজিত হয়েছিল অ্যাফ্রো-এশিয়া কাপ। এরপর ২০০৭ সালে সেই প্রতিযোগিতা হয়। সেটাই শেষ বার। এশিয়া টিমের হয়ে খেলেছিলেন বীরেন্দ্র সেওয়াগ, ইরফান পাঠান, ইনজামাম উল হক, শোয়েব আখতার, অনিল কুম্বলে, শাহিদ আফ্রিদিরা। অন্য দিকে, আফ্রিকা একাদশের হয়ে খেলেছিলেন শন পোলক, জ্যাক কালিস, টাটেন্ডা তাইবুরা। শীঘ্রই কি তেমন কিছু দেখা যেতে পারে? সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে ভারত-পাকিস্তান-বাংলাদেশের প্লেয়াররা এক টিমে খেলতেই পারেন।

ফোর্বসের একটি প্রতিবেদন অনুযায়ী, ফের অ্যাফ্রো-এশিয়া কাপ নিয়ে চিন্তাভাবনা চলছে। আর এটা বাস্তব হলে বিরাট-বাবরকে এক টিমে দেখা যেতেই পারে। আফ্রিকান ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রাক্তন প্রধান সুমোদ দামোদর ফোর্বসে এক সাক্ষাৎকারে বলেন, ‘ব্যাক্তিগত ভাবে এই টুর্নামেন্ট বন্ধ হওয়ায় খুবই হতাশ। পুরো বিষয়টি আফ্রিকান ক্রিকেট অ্যাসোসিয়েশন সে ভাবে পর্যাপ্ত গুরুত্ব দিয়ে দেখেনি। আমাদের সদস্যরা এখনও আপশোস করে। আবারও এটা নিয়ে ভাবতে হবে।’

ফের যদি এই টুর্নামেন্ট বাস্তবায়িত করা যায়, হতেই পারে বিরাট কোহলি ও বাবর আজম একসঙ্গে ব্যাটিং করছেন! কিংবা শাহিন শাহ আফ্রিদি ও জসপ্রীত বুমরা একসঙ্গে বোলিং করছেন! ভারত-পাকিস্তান শেষ বার দ্বিপাক্ষিক সিরিজ হয়েছিল ২০১২-১৩ সালে। এই দুই দেশ টেস্টে শেষ বার মুখোমুখি হয়েছিল ২০০৭ সালে। দামোদর আরও বলেন, ‘এই ম্যাচ আয়োজন করা গেলে অনেক রাজনৈতিক ইস্যুও মিটতে পারে। ক্রিকেট সকলকে এক করতে পারে। ব্যক্তিগত ভাবে আমি মনে করি না, প্লেয়াররা মাঠের বাইরেও একইরকম প্রতিদ্বন্দ্বী হন।’ রিপোর্ট অনুযায়ী, ২০২২ সালে এই টুর্নামেন্ট নিয়ে ফের ভাবনা চিন্তা শুরু হয়েছে। এখন দেখার, আদৌ তা বাস্তবের রূপ নেয় কিনা।

Next Article