IPL 2025: ৬ বলের ‘বিরাট’ পুরস্কার! কোহলির কোলে জশ
RCB: অবশেষে আরসিবি শিবিরে খুশির হাওয়া। ১৮তম আইপিএলে টানা ৩টে ম্যাচ হারার পর জয়ের মুখ দেখল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

১৮তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ঘরের মাঠে হারের খরা কাটল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। প্রথমে ব্য়াট করে রাজস্থানকে ২০৬ রানের বিশাল টার্গেট দেয় আরসিবি। নেপথ্যে বিরাট কোহলির ৭০, দেবদত্ত পাড়িক্কালের হাফসেঞ্চুরি। তবে আরসিবির দেওয়া এই স্কোরও (২০৬ রান) সুরক্ষিত ছিল না। শেষ দু’ওভারে রুদ্ধশ্বাস পরিস্থিতি। সেখান থেকে আরসিবিকে অক্সিজেন দেন জশ হ্যাজলউড। আর ম্যাচ শেষ হতেই কোহলি তাঁকে দেন বিরাট পুরস্কার।
চিন্নস্বামীতে বৃহস্পতিবার রাতে আইপিএলের ম্যাচে শেষ ২ ওভারে জয়ের জন্য মাত্র ১৮ রান প্রয়োজন ছিল রাজস্থানের। তখনও পাঁচ উইকেট হাতে। ক্রিজে ছিলেন সেট ব্যাটার ধ্রুব জুরেল। ১৯তম ওভারে মাত্র ১ রান দিয়ে জুরেল ও ওয়ানিন্দু হাসারঙ্গার উইকেট তুলে নেন জশ হ্যাজলউড। ম্যাচে তফাৎ তৈরি হয়। শেষ ওভারে জয়ের জন্য পিঙ্ক আর্মির টার্গেট দাঁড়ায় ১৭ রান।
রাজস্থানের বিরুদ্ধে শেষ ওভারে বল করেন যশ দয়াল। দেন পাঁচ রান, নেন উইকেটও। শেষ অবধি ১১ রানে আরসিবির জয়। ঘরের মাঠে মরসুমের প্রথম জয়ের পর সেলিব্রেশনে মেতে ওঠেন আরসিবির ক্রিকেটাররা। উচ্ছ্বসিত দেখায় বিরাট কোহলিকেও। এরপর তিনি কোলে তুলে নেন জশ হ্যাজলউডকে। তাঁর ওভারই যে জয় কার্যত নিশ্চিত করে দিয়েছিল, বলার অপেক্ষা রাখে না। তারই পুরস্কার পেলেন জশ!
আইপিএলের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে এবং ইন্সটাগ্রামে সেই ভিডিয়ো শেয়ার করা হয়েছে। নিম্নে দেখে নিন সেই ভিডিয়ো (জশ হ্যাজলউডকে যখন কোলে তুলে নেন বিরাট কোহলি) —
View this post on Instagram
