AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Virat Kohli: ১০০তম টেস্টে কত রান করবেন বিরাট, আগেই ভবিষদ্বাণী করে দিয়েছেন এক ভক্ত

বৃহস্পতিবারই, অর্থাৎ ম্যাচের একদিন আগেই শ্রুতি নামের ওই টুইটার অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, '১০০তম টেস্টে ১০০ করতে পারবেন না কোহলি। ৪৫ করে আউট হবেন তিনি। দুরন্ত কভার ড্রাইভে মারবেন চারটে চোখধাঁধানো চার। তারপর শ্রীলঙ্কার এমবুলদেনিয়া তাঁর স্টাম্প নড়িয়ে দেবেন। বোল্ড হওয়ার পর বিরাট ভীষণ অবাক হয়ে যাবে। হতাশায় মাথা নাড়াবে।'

Virat Kohli: ১০০তম টেস্টে কত রান করবেন বিরাট, আগেই ভবিষদ্বাণী করে দিয়েছেন এক ভক্ত
বিরাট কোহলি আউট। ছবি: টুইটার
| Edited By: | Updated on: Mar 04, 2022 | 8:00 PM
Share

কলকাতা: একটা ‘আশ্চর্য’ টুইট ঘিরে তোলপাড় ক্রিকেট দুনিয়া। আর সেই টুইটের কেন্দ্রে যে-সে নয়, খোদ বিরাট কোহলিকে নিয়ে। মোহালিতে টেস্ট কেরিয়ারের ১০০তম টেস্ট খেলতে নেমেছেন বিরাট। শ্রীলঙ্কার বিরুদ্ধে এই ম্য়াচ ঘিরে তীব্র উন্মাদনা রয়েছে। এই প্রজন্মের সেরা ক্রিকেটারের ব্যক্তিগত এই মাইলস্টোন জাতীয় উৎসবের চেহারা নিয়েছে। শুক্রবার সকাল থেকে একটাই আর্তি ছিল সবার, ১০০তম টেস্টে যেন ১০০ করেন বিরাট। ২০১৯ সালে ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে শেষ টেস্ট সেঞ্চুরি পেয়েছিলেন। তার পর আর বড় দেখা যায়নি তাঁর ব্যাটে। সেঞ্চুরি দিয়ে কেরিয়ারের ১০০তম টেস্ট বাঁধিয়ে রাখুন তিনি, এটাই চেয়েছিল বিরাট-ভক্তরা। প্রথম ইনিংসে না পারলেও দ্বিতীয় ইনিংসে অবশ্য সেঞ্চুরির সম্ভাবনা থাকছে তাঁর। তবে বিরাটকে নিয়ে এক সমর্থকের করা ভবিষ্যদ্বাণী রীতিমতো হইচই ফেলে দিয়েছে ক্রিকেটমহলে। প্রথম ইনিংসে ৪৫ করে আউট হয়েছেন তিনি। বিরাট যে এই রানেই আউট হবেন, তা অনেক আগেই জানিয়ে দিয়েছিলেন এক ক্রিকেট ভক্ত। কী করে তিনি এটা করতে পারলেন, তা হতবাক করে দিয়েছে সবাইকে। এমনকি, বীরেন্দ্র শেওয়াগের মতো ক্রিকেটারও ওই টুইট রিটুইট করে বিস্ময় প্রকাশ করেছেন।

বৃহস্পতিবারই, অর্থাৎ ম্যাচের একদিন আগেই শ্রুতি নামের ওই টুইটার অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, ‘১০০তম টেস্টে ১০০ করতে পারবেন না কোহলি। ৪৫ করে আউট হবেন তিনি। দুরন্ত কভার ড্রাইভে মারবেন চারটে চোখধাঁধানো চার। তারপর শ্রীলঙ্কার এমবুলদেনিয়া তাঁর স্টাম্প নড়িয়ে দেবেন। বোল্ড হওয়ার পর বিরাট ভীষণ অবাক হয়ে যাবে। হতাশায় মাথা নাড়াবে।’

ঘটনাচক্রে এমনই ঘটেছে। ৪৫ করেই আউট হয়েছেন বিরাট। সেই অর্থে টেস্ট ক্রিকেটে নতুন বাঁ হাতি স্পিনার লাসিথ এমবুলদেনিয়ার বলে বোল্ড হয়ে যান তিনি। তবে দুটো ব্যাপার মেলেনি। ১০০ বল নয়, বিরাট খেলেছেন ৭৬ বল। ৪টে নয়, মেরেছেন পাঁচটা চার। তা হোক, বিরাটকে নিয়ে এই ভবিষ্যদ্বাণী কিন্তু তুমুল চাঞ্চল্য ফেলে দিয়েছে। আর এই টুইটার অ্যাকাউন্টের মালিককে নিয়ে চলছে রীতিমতো চর্চা। কেউ লিখেছেন, কী করে ঠিকঠাক স্কোর লিখলেন? কেউ লিখেছেন, দু’বছর পর আমি কী করব, বলুন তো দেখি। তারই মধ্যে আবার শেহওয়াগ টুইট করে আরও ছড়িয়ে দিয়েছেন ‘বিরাট-কথা’।

আরও পড়ুন: India vs Sri Lanka: বিরাটের ১০০তম টেস্টে সেঞ্চুরি হাতছাড়া পন্থের

বড়দিনের কলকাতায় হাড় কাঁপানো ঠান্ডা, রাজ্যের তাপমাত্রা নামবে ৯ ডিগ্রিতে
বড়দিনের কলকাতায় হাড় কাঁপানো ঠান্ডা, রাজ্যের তাপমাত্রা নামবে ৯ ডিগ্রিতে
ডিসেম্বরের শেষেই রাজ্যে শুরু হিয়ারিং, কোথায় হবে শুনানি?
ডিসেম্বরের শেষেই রাজ্যে শুরু হিয়ারিং, কোথায় হবে শুনানি?
প্রশ্ন কর না- লেখার পর থেকেই ব্ল্যাক লিস্টে পড়ে যাই: পল্লব
প্রশ্ন কর না- লেখার পর থেকেই ব্ল্যাক লিস্টে পড়ে যাই: পল্লব
দুর্নীতির জেরে চাকরি বাতিল, আবার কোর্টে গেল রাজ্য
দুর্নীতির জেরে চাকরি বাতিল, আবার কোর্টে গেল রাজ্য
গ্রেফতার BJP সমর্থক, নিজের বাড়ির সামনে TMC-কে নিয়ে কী লিখেছিলেন?
গ্রেফতার BJP সমর্থক, নিজের বাড়ির সামনে TMC-কে নিয়ে কী লিখেছিলেন?
যৌনশক্তি আছে কি না, সেই পরীক্ষাই হয়নি! সাজার পর কী দাবি অভিযুক্তদের
যৌনশক্তি আছে কি না, সেই পরীক্ষাই হয়নি! সাজার পর কী দাবি অভিযুক্তদের
হুমায়ুনের হুঙ্কার, নতুন দল গড়েই কী চ্যালেঞ্জ দিলেন?
হুমায়ুনের হুঙ্কার, নতুন দল গড়েই কী চ্যালেঞ্জ দিলেন?
১ লক্ষ মতুয়ার নাম বাদ গেলেও লাভ দেখছেন শান্তনু, কেন?
১ লক্ষ মতুয়ার নাম বাদ গেলেও লাভ দেখছেন শান্তনু, কেন?
প্রশান্ত বর্মণের বিরুদ্ধে বড় পদক্ষেপ বিধাননগর গোয়েন্দা শাখার, কী করল?
প্রশান্ত বর্মণের বিরুদ্ধে বড় পদক্ষেপ বিধাননগর গোয়েন্দা শাখার, কী করল?
লগ্নজিতা-হেনস্থা তদন্তে 'বাড়াবাড়ি' দেখছেন TMC-র হুমায়ুন, কী লিখলেন?
লগ্নজিতা-হেনস্থা তদন্তে 'বাড়াবাড়ি' দেখছেন TMC-র হুমায়ুন, কী লিখলেন?